ঢাকা বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

নয়াপল্টনে বিএনপির ৩ সংগঠনের ‘তারুণ্যের সমাবেশ’

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ২৮, ২০২৫, ১০:৩২ এএম
সমাবেশে বিএনপির অসংখ্য কর্মী। ছবি- সংগৃহীত

রাজধানীর নয়াপল্টনে তারুণ্যের সমাবেশ করবে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। আয়োজকরা আশা করছেন এই সমাবেশে ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকে ১৫ লাখ তরুণ উপস্থিত থাকবেন।

বুধবার (২৮ মে) দুপুরে অনুষ্ঠিত হতে যাওয়া এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (২৬ মে) ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেন, ‘আমরা চট্টগ্রামে তারুণ্যের মিলনমেলা দেখেছি। খুলনা ও বগুড়ায় আমাদের লক্ষ্য শতভাগ অর্জিত হয়েছে। ঢাকার সমাবেশে সব রেকর্ড ভেঙে ১৫ লাখ তরুণ-তরুণী যোগ দেবেন বলে আশা রাখছি।’

এর আগে মে মাসজুড়ে টানা কর্মসূচি ঘোষণা করে বিএনপির এই তিন সংগঠন। তাদের কর্মসূচির মূল উদ্দেশ্য তরুণদের কাছে টানা।

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী চারটি বড় বিভাগ ও শহরে দুই দিন করে মোট আট দিন সেমিনার ও সমাবেশ করছেন তারা। এর আগে চট্টগ্রাম, খুলনা, বগুড়ায় সেমিনার ও সমাবেশ হয়েছে।

এদিকে সমাবেশস্থলে ইতোমধ্যে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ। এ ছাড়াও সমাবেশে নিরাপত্তা নিশ্চিত করতে, দলটির স্বেচ্ছাসেবক বাহিনীও কাজ করবে বলে জানিয়েছেন আয়োজক কমিটি।

আয়োজক কমিটি বলছে, যেকোনও উসকানি বা বিশৃঙ্খলা এড়াতে তারা ‘সর্বোচ্চ ধৈর্য্য’ দেখাবেন।