ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫

ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পথে বাধা দেখছি না: নজরুল ইসলাম

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১, ২০২৫, ০৪:৫১ পিএম
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ছবি- সংগৃহীত

আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে বিএনপি কোনো বাধা দেখছে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

শুক্রবার (১ আগস্ট) দুপুরে চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ।

নজরুল ইসলাম খান বলেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পথে কোনো বাধা দেখছি না। যেহেতু বাধা দেখছি না, সেহেতু এটা না-ও হতে পারে সেই দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আমরা আশা করছি, শিগগিরই সরকার এ ব্যাপারে তাদের সুস্পষ্ট বক্তব্য নিয়ে আসবে এবং নির্বাচন কমিশনকে সেই অনুযায়ী পরামর্শ দেবে।’

তিনি বলেন, ‘মাদ্রাসার দায়িত্বশীলদের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়েছে। অতীতে গণতন্ত্র প্রতিষ্ঠায় তাদের ভূমিকা আপনাদের জানা আছে। বিএনপির নেতৃত্বে ১৬ বছর ধরে চলা আন্দোলনে সবচেয়ে বেশি শহীদ হয়েছেন, সবচেয়ে বেশি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, মামলা ও হামলার শিকার হয়েছেন বিএনপি নেতাকর্মীরা। তবুও সবাইকে সঙ্গে নিয়ে আমরা লড়াই চালিয়ে গেছি।’

বিএনপির এই নেতা বলেন, ‘আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি সবার পরামর্শ নিয়ে দেশ পরিচালনা করতে চায়। দীর্ঘ ১৬ বছরের লড়াই এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের একটি দাবির বাস্তবায়ন হয়েছে—বাংলাদেশ এখন ফ্যাসিবাদমুক্ত। তবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মূল দাবি এখনও অসম্পূর্ণ।’

তিনি বলেন, ‘‘এই দাবিকে সামনে রেখে আলোচনা চলছে। গঠিত হয়েছে একটি ঐক্যবদ্ধ সংস্কার কমিশন। বিএনপির পক্ষ থেকে সেখানে জনাব সালাউদ্দিন আহমদসহ কয়েকজন প্রতিনিধি কাজ করছেন। ‘জুলাই সনদ’-এর খসড়ায় দলের পক্ষ থেকে মতামতও দেওয়া হয়েছে। আশা করি, এটি শিগগিরই প্রকাশিত হবে।’’

হাটহাজারী মাদ্রাসার নেতাদের প্রতি আহ্বান জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, ‘বেগম জিয়াও শহীদদের পরামর্শ নিয়ে কাজ করতেন। আমরাও মনে করি, আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমাদের সবার পরামর্শ ও সহযোগিতা নিয়ে কাজ করতে হবে। আপনাদের দোয়া ও সহযোগিতা চাই, যাতে করে হাজারো শহীদ, লাখো নিপীড়িত ও মজলুম মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারি। ২০১৩ সালে হেফাজতের ডাকে যারা শহীদ ও আহত হয়েছেন তাদের প্রত্যাশাও যেন আমরা বাস্তবায়ন করতে পারি।’

তিনি আরও বলেন, ‘বিএনপিকে বারবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দায়িত্ব নিতে হয়েছে। বাকশালের পর বিএনপির হাত ধরেই গণতন্ত্র ফিরে এসেছে। এরশাদের স্বৈরশাসনের অবসানেও বিএনপির ভূমিকা ছিল অগ্রণী। এবারও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছে বিএনপি।’