ঢাকা বুধবার, ০৬ আগস্ট, ২০২৫

ঘোষণাপত্র বাস্তবায়ন নিয়ে সন্দেহ পোষণ করলেন নুর

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৫, ২০২৫, ১০:৩২ পিএম
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।  ছবি- সংগৃহীত

জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন নিয়ে আইনগত অনিশ্চয়তা রয়েছে বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। 

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঘোষণাপত্র পাঠ করেন।

অনুষ্ঠান শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন নুরুল হক নুর। তিনি বলেন, ‘ঘোষণাপত্র বাস্তবায়নের দায়িত্ব ভবিষ্যৎ সংসদের ওপর ছেড়ে দেওয়া হয়েছে, যা বিষয়টিকে আইনগতভাবে ধোঁয়াশাপূর্ণ করে তুলেছে।’

তিনি বলেন, ‘এই ঘোষণাপত্রে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়নের বিষয়টি ভবিষ্যতের নির্বাচিত সংসদের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে ভবিষ্যতের সরকার সেই দায় নেবে কি না। এই কারণে আইনগত দিক থেকে এটি অনিশ্চিত ও ধোঁয়াশাপূর্ণ।’

এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জুলাই গণঅভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির ঘোষণা দেওয়া হয় জুলাই ঘোষণাপত্রে।

ঘোষণাপত্রে বলা হয়, পরবর্তী নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এ ঘোষণাপত্র যুক্ত হবে। ঘোষণাপত্রে জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদকে জাতীয় বীর হিসেবে উল্লেখ করা হবে।

ঘোষণাপত্রটি ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মূল দলিল হিসেবে বিবেচিত, যা দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জনগণের মতামতের ভিত্তিতে তৈরি করেছে অন্তর্বর্তী সরকার।