বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে তিনি যান। পরে রাতেই গুলশানের বাসভবন ফিরোজায় ফেরেন।
ফিরোজার সামনে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, মেডিকেল বোর্ডের পরামর্শে জরুরি কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে তিনি বাসায় ফিরে আসেন। তিনি মানসিক ও শারীরিকভাবে স্থিতিশীল আছেন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, শায়রুল কবির খান, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর, মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল ও চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।
রাত ৭টা ৪০ মিনিটে গুলশানের ফিরোজা থেকে তিনি রওনা হয়ে রাত ৮টার দিকে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ১১টার দিকে বাসার উদ্দেশে রওনা হয়ে রাত পৌনে ১২টায় ফিরোজায় ফেরেন।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ নানা জটিলতায় ভুগছেন। তিনি এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বাধীন মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।
গত ২৩ জুলাই তিনি সর্বশেষ এভারকেয়ার হাসপাতালে গিয়ে জরুরি পরীক্ষা-নিরীক্ষা করান। সেদিনও রাতে তিনি বাসায় ফেরেন।
চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান। লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন ছিলেন।
টানা ১৭ দিন চিকিৎসার পর ২৫ জানুয়ারি বড় ছেলে তারেক রহমানের বাসায় যান। দীর্ঘ চার মাস পর দুই পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমানকে সঙ্গে নিয়ে গত ৬ মে দেশে ফেরেন খালেদা জিয়া।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন