ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

‘হাসিনার মতো কথা বলে আমরা সরকারে যেতে চাই না’

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৫, ০৬:৫৬ পিএম
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। ছবি- সংগৃহীত

“হাসিনার মতো কথা বলে আমরা সরকারে যেতে চাই না। আমার নেতা তারেক রহমান বলেছেন, ‘আমার ভোট আমি দেব এবং সেই ভোটে আমি যদি জয়লাভ করতে পারি, তাহলে যারা ১৬ বছর নির্যাতন করেছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলমান থাকবে।’— জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

সোমবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে অপরাজেয় বাংলাদেশ নামের একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

জয়নুল আবদিন ফারুক বলেন, ‘হাসিনা এবং তার মেয়ে দিল্লিতে রয়েছেন। এ ছাড়া যে বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতি করেছে, সেই স্বরাষ্ট্রমন্ত্রীও দিল্লিতে। আজ যারা আমাদের রক্তকে রঞ্জিত করে বাংলাদেশকে তছনছ করে দিয়েছে, তাদের মধ্যে যারা দেশ নিয়ে ষড়যন্ত্রের সঙ্গে সম্পর্কিত, তাদের মধ্যে দু-একজন ছাড়া এ সরকার কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি। সচিবালয়ে এখনো আওয়ামী লীগের প্রেতাত্মা রয়েছে।’

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন প্রধান ইতোমধ্যে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। কিন্তু আপনার (প্রধান উপদেষ্টা) নির্বাচনের ট্রেনে যখন আমরা উঠলাম, নির্বাচনের রোডম্যাপ যখন ঘোষণা করলেন, এরা (আওয়ামী প্রেতাত্মা) আবার তড়িৎ গতিতে শেখ হাসিনার সঙ্গে আলাপ করে প্রস্তুতি নিচ্ছে আপনার নির্বাচনকে বানচাল করার জন্য।’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে দেশের মানুষ যেমন সততা ও আপসহীনতার জন্য ভালোবেসেছে, তেমনি গণতন্ত্র রক্ষা করার জন্য ছয় বছর ধরে নেতাকর্মীদের উজ্জীবিত করে রাখায় তারেক রহমানকে ভালোবাসে।

সমাবেশে অপরাজেয় বাংলাদেশের সহসভাপতি বাদল সরকার, সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন সিরাজী প্রমুখ উপস্থিত ছিলেন।