দলীয় শৃঙ্খলাবিরোধী ও অপরাধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি নেতা বিল্লাল হোসেনের দলীয় পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। তিনি ঢাকা মহানগর উত্তরের তেজগাঁও থানার ২৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ বি এম এ রাজ্জাক এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বির্তকিত এই বিএনপি নেতার অপকর্ম নিয়ে সংবাদ প্রকাশ করে ‘দৈনিক রূপালী বাংলাদেশ’।এরপর নড়েচড়ে বসে বিএনপির দায়িত্বশীল ও শীর্ষ নেতারা। পরে তথ্য প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।
মহানগর উত্তর বিএনপির দপ্তর থেকে স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ‘দলীয় শৃঙ্খলাবিরোধী ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা মহানগর উত্তরের তেজগাঁও থানাধীন ২৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনের পদ আগামী ৩ (তিন) মাসের জন্য স্থগিত করা হলো।’
এতে আরও বলা হয়, ‘এরপরও আপনি নিজেকে সংশোধন না করলে আপনাকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করা হবে।’ এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন