জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, এনসিপি হলো ইনসাফের পক্ষে কাজ করে এবং বেইনসাফি বা অন্যায় করার কোনো সুযোগ নেই। আপনি যদি ইনসাফের পক্ষে থাকেন, তাহলে ধরে নেব আপনি এনসিপির পক্ষের লোক।’
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড়কামতা ইউনিয়নের ব্রাহ্মণখাড়া গ্রামে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘কোনো হোন্ডা-গুন্ডার রাজনীতি আর চলবে না। ১০টা হুন্ডা, ২০টা গুন্ডা নিয়ে নির্বাচন ঠাণ্ডা- এ দিন আমরা ৫ আগস্টে শেষ করে এসেছি। আগে বিষয়টা এমন ছিল, যার পেছনে যত গুন্ডা, সে তত বড় নেতা। কিন্তু নেতৃত্ব বাছাইয়ের সময় শেষ, এখন নেতার গুণাবলী দিয়ে নেতৃত্ব তৈরি হবে।’
তিনি আরও বলেন, ‘সত্যের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রতিটি গ্রাম, মহল্লা ও ইউনিয়নে সবাইকে এক হয়ে অপশক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে। অবিচার ও অনাচারের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এনসিপি সর্বদা সত্যের পক্ষে আছে। যারা সত্য ও ন্যায়ের পথে থাকবেন, তাদের পাশে আমি থাকব।’
অপরাধ নিয়ে তিনি বলেন, ‘অপরাধ করতে শক্তি দরকার। রাজনৈতিক ব্যাকআপ নিয়ে স্থানীয় নেতাকর্মীরা অপরাধী হয়ে ওঠে। কিন্তু যদি গ্রামে মানুষ অন্যায়ের বিপক্ষে একজোট হয়, তাহলে অপরাধীরা সাহস পাবে না।’
তিনি আরও উল্লেখ করেন, ‘যারা অপরাধ দমন করবে, তাদেরই অপরাধীদের সঙ্গে সুসম্পর্ক থাকে। থানায় অভিযোগ দিলে দেখবেন সেই অপরাধী পুলিশদের সঙ্গে চা খায়। সাধারণ মানুষ থানায় ঢুকতে পারেন না। পুলিশও দোষী নয়, কারণ স্থানীয় এমপির চাপের কারণে তারা ভয় পান।’
এ সময় এনসিপির কেন্দ্রীয় সংগঠক মো. আরমান হোসাইন, দেবিদ্বার উপজেলার প্রধান সমন্বয়কারী জামাল মোহাম্মদ কবিরসহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন