ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

গোপালগঞ্জকে মানচিত্র থেকে বাদ দেওয়ার প্রস্তাব আমির হামজার

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৮, ২০২৫, ১০:২৮ এএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা। ছবি- সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা গোপালগঞ্জ জেলাকে দেশের মানচিত্র থেকে বাদ দিয়ে আশপাশের জেলায় বিভক্ত করার প্রস্তাব দিয়েছেন।

বৃহস্পতিবার (১৭ জুলাই) কুষ্টিয়ায় ছাত্রলীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে জামায়াত আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ কথা বলেন তিনি।

আমির হামজা বলেন, ‘গোপালগঞ্জকে বাংলার মানচিত্র থেকে মুছে ৬৩ জেলা নিয়ে নতুনভাবে বাংলাদেশ গঠন করা হোক। এ জেলা মানচিত্রে না থাকাই মঙ্গল। গোপালগঞ্জকে আশপাশের জেলার মধ্যে ভাগ করে দিলে ভালো হয়।’

জুলাই মাসে জামায়াতপন্থি ‘জুলাই যোদ্ধাদের’ ওপর হামলার প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি ১৮ কোটি মানুষের ওপর হামলার শামিল। যারা জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’

তিনি আরও দাবি করেন, ‘আমরা ২৪ ঘণ্টার সময়সীমা দিয়েছিলাম। কিন্তু তা পেরিয়ে যাচ্ছে। এ সময়ের মধ্যে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ধরে নেব গোপালগঞ্জের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরাও ঘটনার সঙ্গে যুক্ত।’

সমাবেশে জামায়াতের জেলা পর্যায়ের নেতারাও বক্তব্য দেন। তারা গোপালগঞ্জ জেলার নাম পরিবর্তনের দাবি তোলেন এবং একটি অধ্যাদেশের মাধ্যমে নতুন নামকরণের আহ্বান জানান।

পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে বক্তারা বলেন, ‘এই ঘটনায় গোপালগঞ্জের পুলিশ সুপার দায় এড়াতে পারেন না। তাকে জবাবদিহির আওতায় আনতে হবে।’