ঢাকা রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫

বিএনপিতে যোগ দিলেন আ.লীগ-জাপার ৫৬ ইউপি সদস্য

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৫, ১০:০৫ এএম
ছবি: রূপালী বাংলাদেশ

লালমনিরহাট সদর উপজেলার ৯টি ইউনিয়নের মোট ৫৬ জন নির্বাচিত ইউপি (ইউনিয়ন পরিষদ) সদস্য আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির (জাপা) রাজনীতি থেকে সরে এসে বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে দলটিতে যোগ দিয়েছেন।

শনিবার (৮ নভেম্বর) রাত ৯টার দিকে জেলা পরিষদ পুরাতন মিলনায়তনে এক জাঁকজমকপূর্ণ মতবিনিময় ও যোগদান অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। এর আগে গত ২০ অক্টোবর মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের হলরুমে তারা একযোগে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক, সাবেক উপমন্ত্রী ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

ঘোষণায় ৮৬ জন ইউপি সদস্যের বিএনপিতে যোগদানের কথা থাকলেও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আ.লীগ ও জাপার ৫৬ জন ইউপি সদস্য। যোগদান শেষে প্রত্যেককে বিএনপির সদস্য কার্ড এবং দলীয় প্রতীক ‘ধানের শীষ’ সম্বলিত একটি করে ছাতা উপহার দেওয়া হয়।

উপহার তুলে দেওয়ার সময় অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আপনাদের আজকের সিদ্ধান্ত শুধু দল পরিবর্তন নয় বরং গণতন্ত্রের মুক্তি আন্দোলনের একটি নতুন অধ্যায়।’

তিনি আরও বলেন, ‘আপনারা তৃণমূলের জনগণের সবচেয়ে নিকটবর্তী প্রতিনিধি। আপনাদের যোগদান প্রমাণ করে দেশে পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। মানুষ স্বাধীন ভোটাধিকার ও গণতন্ত্রের মুক্তি চায়। বিএনপি সেই মুক্তির একমাত্র অগ্রদূত।’

আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘নবাগত ইউপি সদস্যদের সঙ্গে একসঙ্গে কাজ করে ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে জয়লাভ করাতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে আশা-আকাঙ্ক্ষা পূরণ করা হবে।’

অনুষ্ঠানে বিএনপিতে যোগ দেওয়া একাধিক ইউপি সদস্য ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরেন এবং বিগত ১৭ বছরের ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের অপরাজনীতি’ সম্পর্কে বক্তব্য দেন।

এ ঘটনায় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, এবিএম ফারুক সিদ্দিকী, সাইদুল ইসলাম পাটোয়ারী সাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র আব্দুস সালামসহ সদর উপজেলার ৯টি ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।