ঢাকা রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

শুধু ভালো রেজাল্ট নয়, ভালো মানুষ হতে হবে: নাজমুল

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৫, ০৬:৫৯ পিএম
নাজমুল হাসান। ছবি- রূপালী বাংলাদেশ

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান বলেছেন, ‘আপনি যত ভালো রেজাল্টই করুন না কেন, যদি অসহায়ের পাশে না দাঁড়ান, অন্যায়ের বিরুদ্ধে আপনার বিবেক নাড়ে না, এবং মিথ্যার আশ্রয় নেন, তাহলে আপনি প্রকৃত মানুষ নন।’

শনিবার (১৬ আগস্ট) মাগুরা মডেল মসজিদে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, মাগুরা জেলা শাখার উদ্যোগে আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে মাগুরা জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত জিপিএ-৫ প্রাপ্ত শতাধিক শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়।

নাজমুল হাসান বলেন, ‘শুধু ভালো রেজাল্ট নয়, মানুষ হতে হবে। আপনারা হয়তো ক্ষুধার্ত, ক্লান্ত, কিন্তু এর মধ্যেও কিছু জানা থাকা উচিত। আপনার জেলা মাগুরা থেকেই জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ১০ জন শহীদ হয়েছেন, যা অনেকেই জানেন না। এই ইতিহাস জানার দায়িত্ব আপনাদের।’

তিনি শিক্ষার্থীদের সময়ের গুরুত্ব ও অধ্যবসায়ের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। তিনি বলেন, ‘এসএসসিতে ৫-৬ ঘণ্টা পড়লেই চলত, কিন্তু ইন্টারমিডিয়েটে ৮ ঘণ্টা না পড়লে ভালো ফল সম্ভব নয়। এই সময়টাই নিজেকে গড়ে তোলার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়।’

নাজমুল হাসান আরও বলেন, ‘ভবিষ্যতে আপনারা কেউ ম্যাজিস্ট্রেট, কেউ পুলিশ, কেউ এমপি হবেন। তাই এখন থেকেই রাজনৈতিক সচেতনতা গড়ে তুলতে হবে। ছাত্রলীগের সন্ত্রাসী রাজনীতি সম্পর্কে সচেতন থাকতে হবে। ধর্ষণ ও শিক্ষার্থীদের নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে। ছাত্র অধিকার পরিষদ রাজনীতি করার জন্য নয়, অধিকার আদায়ের জন্য কাজ করে।’

প্রধান অতিথি শিক্ষার্থীদের প্রতি অনুরোধ করেন, ‘বাবা-মা, শিক্ষক ও সমাজের প্রতি দায়িত্ববান হতে হবে। কারণ এই সমাজ, এই দেশ আপনাদের দিকেই তাকিয়ে আছে।’