রাজধানীর মোহাম্মাদপুরে জনসংযোগ করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (২৯ মে) বিকেল ৩টায় মোহাম্মাদপুরে জনসংযোগ করবেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে বিষয়টি জানিয়েছে এসসিপি।
নাহিদ ইসলামের আগমনের প্রোগ্রাম শিডিউল -
শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ
বিকেল ৩টা থেকে৪ টা
স্থান সূচনা কমিউনিটি সেন্টার।
আসরের নামাজ আদায়
স্থান- মোহাম্মাদপুর কেন্দ্রীয় মসজিদ ( কবরস্থান মসজিদ)
শহীদ সৈকতের কবর জিয়ারত
বিকেল ৫টা।
পথসভা - ০১
বাদ আসর
স্থান, মোস্তাকিমের কাবাব, জেনেভা ক্যাম্প।
পথসভা শেষে বিহারি জনগোষ্ঠীর একমাত্র স্কুল, ড্রিম স্কুলে মতবিনিময়।
মাগরিবের নামাজ আদায়
স্থান, শহীদ পার্ক মসজিদ (টাউনহল)
পথসভা ও লিফলেট বিতরণ - ০২
স্থান, টাউনহল
বাদ মাগরিব।
পথসভা ও লিফলেট বিতরণ - ০৩
স্থান, তিন রাস্তা মোড়
সময় সন্ধ্যা ০৭.৩০ মিনিট।
পথসভা ও লিফলেট বিতরণ - ০৪
স্থান- ধানমন্ডি -২৭
রাত ৮.৩০ মিনিট। 

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                    -20251031183405.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন