দেশের জনগণ, বিশেষ করে ছাত্র ও তরুণ সমাজকে গোপালগঞ্জে ছুটে আসার আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বেঁচে ফিরলে মুজিববাদের কবর রচনা করেই ফিরব, না হয় ফিরব না।’
গোপালগঞ্জে দলীয় কর্মসূচি শেষে সন্ত্রাসী হামলার শিকার হওয়ার পর এ কথা বলেন তিনি।
বুধবার (১৬ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘‘‘খুনি হাসিনার দালালরা’ তাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে আর পুলিশ সেখানে দাঁড়িয়ে নাটক দেখেছে, কোনো হস্তক্ষেপ করছে না।’’
সারজিস আলম লিখেন, ‘আমরা যদি আজ বেঁচে ফিরি, তাহলে মুজিববাদের কবর লিখেই ফিরব, নাহয় ফিরব না।’
দেশের জনগণ, বিশেষ করে ছাত্র ও তরুণ সমাজকে গোপালগঞ্জে ছুটে আসার আহ্বান জানিয়ে বলেন, ‘গোপালগঞ্জের বিবেকবান ছাত্র-জনতা জেগে উঠুন। দালালদের কবর রচনার আজকেই শেষ দিন।’
এর আগে, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার সমাবেশ শুরুর আগে ও শেষে হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
        
                            
                                    

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
                                    
                                    
                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                            
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন