দিনভর গোপালগঞ্জে পথসভা ও সমাবেশ শেষ করে খুলনায় পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় খুলনা সার্কিট হাউসে উঠেছেন তারা।
এ অবস্থায় রাত ৯টা ৩০ মিনিটে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। দলীয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জে নেতাকর্মীদের ওপর হামলার প্রেক্ষাপটেই এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। ধারণা করা হচ্ছে, সেখানে তিনি সাম্প্রতিক সহিংসতা ও পরবর্তী কর্মসূচি সম্পর্কে ঘোষণা দেবেন।
এর আগে গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় পথসভা শেষে কেন্দ্রীয় নেতারা ফেরার সময় জেলা সদরের চৌরঙ্গী মোড়ে তাদের গাড়িবহরে অতর্কিত হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুই পাশ থেকে ইটপাটকেল নিক্ষেপ করে হামলাকারীরা।
এ ঘটনায় এনসিপির দাবি, জেলা ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে এ হামলা চালানো হয়। শুধু গাড়িবহর নয়, মঞ্চেও হামলা চালিয়ে আগুন দেওয়া হয় ও চেয়ার ভাঙচুর করা হয়। এ ছাড়া শহরের বেশ কয়েকটি স্থানে এনসিপির তৈরি তোরণেও আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।
ঘটনার পর থেকেই এনসিপির নেতারা ক্ষোভ প্রকাশ করছেন এবং প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।
সংবাদ সম্মেলনে এসব বিষয়ে নাহিদ ইসলাম বিস্তারিত বক্তব্য দেবেন বলে ধারণা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :