জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গোপালগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা ছিল পরিকল্পিত এবং হত্যার উদ্দেশ্যে পরিচালিত জঙ্গি কায়দার আক্রমণ।
বুধবার (১৬ জুলাই) রাত পৌনে ১০টায় খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক জরুরি সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘‘জাতীয় নাগরিক পার্টির মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জে কর্মসূচি পালন শেষে ফেরার পথে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা অতর্কিতভাবে হামলা চালায়।’’
তিনি বলেন, ‘আমরা সেই কর্মসূচির ঘোষণা অনেক আগেই দিয়েছিলাম। গোপালগঞ্জের সমাবেশ শেষে মাদারীপুরের উদ্দেশ্যে রওনা হলে আমাদের গাড়িবহরে দুই দিক থেকে ইটপাটকেল ছোড়ে হামলাকারীরা। উদ্দেশ্য ছিল হত্যাকাণ্ড ঘটানো।’
নাহিদ আরও বলেন, ‘আজকের হামলার মাধ্যমে পুরো দেশ ও বিশ্ববাসী দেখল আওয়ামী লীগের সন্ত্রাসী চেহারা। আমরা এরপর শরীয়তপুরের পূর্বনির্ধারিত কর্মসূচি স্থগিত করে খুলনায় চলে এসেছি।’
হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘এই হামলার দায়ীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে, না হলে এনসিপি আরও কঠোর কর্মসূচিতে যাবে।’
এনসিপি আহ্বায়ক বলেন, ‘আমরা চ্যালেঞ্জ নিয়েছি, ৩০ দিনের মধ্যে দেশের ৬৪টি জেলায় পদযাত্রা করব। আগামীকাল ফরিদপুরে নির্ধারিত কর্মসূচি যথাসময়ে অনুষ্ঠিত হবে।’
আপনার মতামত লিখুন :