জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘গণঅভ্যুত্থান না হলে আপনারা নির্বাচনের স্বপ্নও দেখতে পারতেন না। এখন যারা বলছেন আমরা নাকি নির্বাচন বানচালের চেষ্টা করছি, তারা ভুল বলছেন। বরং এই আন্দোলনই নির্বাচনের পথ খুলে দিয়েছে।’
সোমবার (২৭ জুলাই) দুপুরে জামালপুর শহরের ফৌজদারি মোড়ে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির সমাপ্তি উপলক্ষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘যদি কোটা সংস্কার আন্দোলন থেকে আমরা এই প্রতিবাদকে গণঅভ্যুত্থানে রূপ না দিতাম, সরকার পতনের দাবি তোলার সাহস না করতাম—তাহলে শেখ হাসিনার অধীনে আরও চার বছর অপেক্ষা করতে হতো। আমরা নির্বাচন চাই, ভোটাধিকার চাই, মানুষের মত প্রকাশের অধিকার চাই।’
সমাবেশে আরও উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সচিব ডা. তানসিম জারা, মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারী এবং যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান।
এর আগে সকালে এনসিপির প্রধান নাহিদ ইসলাম ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে জামালপুরে নিহত ১৭ জন শহীদের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
আপনার মতামত লিখুন :