সকল পেশাজীবীদের জন্য সপ্তাহে অন্তত দুইদিন সরকারি ছুটি চায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)।
শুক্রবার (১ আগস্ট) বিকেলে দলীয় কার্যালয়ে আয়োজিত পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী।
একই অনুষ্ঠানে দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আব্দুল হান্নান মাসুদ জানান, জুলাই অভ্যুত্থান সবার, কোনো নির্দিষ্ট গোষ্ঠী কৃতিত্ব নিতে পারবে না। সকল শ্রেণীর পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। দেশের মানুষ আজ শান্তিতে নিশ্বাস নিতে পারছে।
তবে যে সকল পেশাজীবী সেসময়ে শেখ হাসিনার পদলেহন করেছে, তাদের সমালোচনা করেন এ নেতা।