দীর্ঘদিন পর রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১০ আগস্ট এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
এ ছাড়া পরদিন ১১ আগস্ট নওগাঁ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে। রাজশাহী বিভাগের দায়িত্বশীল নেতাদের এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে দলীয় সুত্রে জানা গেছে।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী চিঠি দিয়ে বিষয়টি সংশ্লিষ্ট নেতাদের বিষয়টি জানিয়েছেন।
সম্মেলনের বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা বলেন, ‘আগামী ১০ আগস্ট সম্মেলনের তারিখ নির্ধারণের বিষয়টি শুনেছি। বিএনপি একটা গণতান্ত্রিক দল। আমরা ইতোমধ্যে রাজশাহী মহানগরে বিএনপির মহল্লা, ওয়ার্ড ও থানা কমিটিগুলো ভোটের মাধ্যমে করেছি। মহানগরের সম্মেলনেও যেন ভোটের মাধ্যমে নতুন কমিটি করা হয়, আমরা সেটাই চাই। যারা কর্মীবান্ধব ও জনপ্রিয় তারাই যেন নেতৃত্বে আসেন।’
এর আগে ২০২১ সালের ১০ ডিসেম্বর এরশাদ আলী ঈশাকে আহ্বায়ক ও মামুনুর রশিদ মামুনকে সদস্যসচিব করে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এর প্রায় সাড়ে তিন মাস পর আহ্বায়ক কমিটির পরিধি বাড়িয়ে ৬১ সদস্যের করা হয়।
তারপর থেকে প্রায় সাড়ে তিন বছর ধরে এই আহ্বায়ক কমিটিতেই রাজশাহী মহানগর বিএনপি চলছে।
এই আহ্বায়ক কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি করার দাবিতে কিছুদিন ধরে নানা কর্মসূচি পালন করে আসছিলেন দলের একাংশের নেতাকর্মীরা। তারা আহ্বায়ক কমিটির বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন। এরই মধ্যে রাজশাহীতে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে বলে জানা গেল।