ঢাকা: জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আইআরআই বাংলাদেশ প্রধান জসুয়া রোজেনার নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল। মঙ্গলবার (২২ অক্টোবর) জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীর কার্যালয় মিলনায়তনে আইআরআই প্রতিনিধি দলের সঙ্গে এই বৈঠক হয়।
বৈঠকে জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম, শেরীফা কাদের, জাতীয় পার্টি চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক দূত মাসরুর মওলা উপস্থিত ছিলেন।
বৈঠকে জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়।
তিনি বলেন, আইআরআই প্রতিনিধি দল বাংলাদেশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান, দেশের বর্তমান আইন শৃঙ্খলা ও রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছেন।
আপনার মতামত লিখুন :