বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান মঙ্গলবার (১০ ডিসেম্বর) কুষ্টিয়ায় একটি দলীয় সভায় শেখ হাসিনার বিরুদ্ধে আইনানুগ বিচার এবং ভারতে সাম্প্রতিক বিভেদ মোকাবিলায় জাতীয় ঐক্যের ওপর জোর দিয়েছেন। তিনি জানান, শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা, বিডিআর বিদ্রোহ এবং ছাত্র-জনতা হত্যার অভিযোগে আদালতই বিচার করবে এবং আইন অনুযায়ী তাকে দেশে ফিরিয়ে আনবে।
এছাড়াও আমান বলেন, ভারত ইস্যু নিয়ে বাংলাদেশে একটি জাতীয় ঐক্যের পরিবেশ তৈরি হয়েছে এবং ঐক্যবদ্ধভাবে এর মোকাবিলা করা হবে। তিনি জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে এবং বিএনপি ক্ষমতায় এলে জাতীয় সরকার গঠনের পরিকল্পনা রয়েছে।
সভায় কুষ্টিয়ার বিভিন্ন পর্যায়ের বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। বক্তব্যে দলীয় সংগঠনের পুনর্গঠন এবং আসন্ন রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়ে আলোচনা হয়।
আপনার মতামত লিখুন :