বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


মিশিগান (যুক্তরাষ্ট্র) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৫, ০২:৩৪ পিএম

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ মিশিগান (বাম) এর ইফতার মাহফিল

মিশিগান (যুক্তরাষ্ট্র) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৫, ০২:৩৪ পিএম

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ মিশিগান (বাম) এর ইফতার মাহফিল

ছবি: রূপালী বাংলাদেশ

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ মিশিগান (বাম) এর ইফতার মাহফিল ও দোয়া অনুষ্টিত হয়েছে। রোববার (৯ মার্চ) ওয়ারেন শহরের আইওনা ব্যাঙ্কুয়েট হলে এ ইফতার মাহফিল ও দোয়া অনুষ্টিত হয়।

উক্ত অনুষ্ঠানে মিশিগানের বিশিষ্ট ব্যক্তি, কমিউনিটির নেতা এবং ফেডারেল, রাজ্য, কাউন্টি এবং স্থানীয় সরকার থেকে নির্বাচিত কর্মকর্তারা অংশ গ্রহণ করেন।

অ্যাসোসিয়েশনের সভাপতি জাবেদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ খালেদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপদেষ্টা সুমন কবির।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিশিগান সেনেটর গ্যারি পিটার্সের প্রতিনিধিত্বকারী আঞ্চলিক পরিচালক জেনিফার সুইফট, সেনেটর এলিসা স্লটকিনের প্রতিনিধিত্বকারী স্টেট পরিচালক অ্যান ব্রাউন।

গভর্নর গ্রেচেন হুইটমারের প্রতিনিধিত্বকারী কোরি হল ও জেনিটা মুর, সেক্রেটারি অফ স্টেট জোসলিন বেনসনের প্রতিনিধিত্বকারী ডেপুটি সেক্রেটারি অফ স্টেট আগোগো এডেভবি, স্টেট সিনেটর স্টেফানি চ্যাং, স্টেট রিপ্রেজেন্টেটিভস মাইক ম্যাকফল, ডোনোভান ম্যাককিনি, ডেনিস মেন্টজার, মাই সং, সাবেক স্টেট সিনেটর এবং মিশিগান ডেমোক্রেটিক পার্টির চেয়ার কার্টিস হার্টেল, মিশিগান কোর্ট অফ আপিলস জজ সিমা প্যাটেল, ৩৭তম ডিস্ট্রিক্ট কোর্ট জজ স্টিভেন বাইডা,
ম্যাকম্ব কাউন্টি প্রসিকিউটর পিটার লুসিডোর প্রতিনিধিত্বকারী প্যাট্রিক কোলেটা ও টোনিয়া গোয়েটজ, কাউন্টি কমিশনার্স মাইকেল হাওয়ার্ড, সারাহ লুসিডো।

ওয়ারেন সিটির মেয়র লরি স্টোন, ম্যাডিসন হাইটস সিটির মেয়র রোজলিন গ্রাফস্টেইন। ওয়ারেন সিটি কাউন্সিল মেম্বার অ্যাঞ্জেলা রোজেনসুয়েস, ডেভ ডোয়ার, মেলোডি ম্যাগী, জোনাথন লাফার্টি, হেনরি নিউম্যান, গ্যারি বোইক। ওয়ারেন পুলিশ কমিশনার এরিক হকিন্স, ওয়ারেন ফায়ার কমিশনার উইলবার্ট ম্যাকঅ্যাডামস, ট্রয় সিটি কাউন্সিল মেম্বার হীরাক চান্দা, মাউন্ট ক্লিমেন্স সিটি কমিশনার স্পেন্সার ক্যালহুন, হ্যামট্রামিক সিটি কাউন্সিলর মুহিত মাহমুদ, হামট্রামক সিটি ম্যানেজার ম্যাক্স গারবারিনো, হ্যামট্রামিক পুলিশ প্রধান জামিল আলতাহেরি।

বাংলাদেশি কমিউনিটি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, অ্যাসোসিয়েশনের বোর্ড অফ ট্রাস্টি মতিন চৌধুরী, ইকবাল ফয়েজ স্বপন আহাদ মোহাম্মদ। সেইসাথে উপদেষ্টা আহাদ আহমেদ, লুৎফুল বারি নিয়ন, আমিনুর রশিদ চৌধুরী ও এন ইসলাম শামিম।

অনুষ্ঠানে ইসলামিক স্কলার সৈয়দ খান রমজানের তাৎপর্য বিষয়ক বক্তব্য রাখেন। এরপর অংশগ্রহণকারীরা ইফতার ও দোয়ায় অংশ নেন। অনুষ্ঠানে মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমারের নির্বাহী অফিস থেকে একটি প্রক্লেমশন প্রদান করা হয়।

অনুষ্ঠানে এসোসিয়েশনের সভাপতি জাবেদ চৌধুরী আগত অতিথিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

আরবি/জেডআর

Link copied!