স্পেনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার বার্সেলোনার একটি রেস্তোরাঁয় বিএনপির কাতালোনিয়া শাখার উদ্যোগে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বিএনপি কাতালোনিয়া শাখার আহ্বায়ক শফিউল আলম শফির সভাপতিত্বে এবং সদস্য সচিব আজমান আলী, যুগ্ম সদস্য সচিব তুতিউর রহমান ও মামুন রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন স্পেন বিএনপির সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন।
আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার পটভূমি আলোচনা করে বলেন, একদলীয় শাসন বাকশাল কায়েমের পরে দেশে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছিল, তা পূরণ করতে জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন।
বক্তারা আরও বলেন, বাংলাদেশের জাতীয় নির্বাচন যাতে কোনো অপশক্তি বানচাল করতে না পারে, সেজন্য প্রবাস থেকেও সব জাতীয়তাবাদী শক্তিকে সচেষ্ট থাকতে হবে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিএনপি নেতা মাওলানা দবির আহমেদ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন কাতালোনিয়া বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রভাষক ফখরুল ইসলাম, আব্দুর রাজ্জাক লিটন, বখতিয়ার রহমান, নেছার আহমেদ, যুগ্ম সদস্য সচিব আক্তারুজ্জামান মহসিন, কাতালোনিয়া বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য লায়েবুর রহমান, আবু শাহেন তালুকদার, ফরহাদ মীর রাজন, লুৎফুর রহমান, ফয়ছল আহমদ, টুনু মিয়া, রেজাউল করিম রাজন, আরব আলী, সুমন মোল্লা, সুমন দেওয়ান, জমির হোসেন, বোরহান উদ্দিন, লক্ষ্মীপুর জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক টিপু সুলতান, সান্তা কলোমা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ সালু, যুবদল সাধারণ সম্পাদক ইফতেকার হোসেন কাশেম, স্পেন দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রেদোয়ান হোসেন, সান্তা কলোমা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইকবাল হোসেন মেনর, সান্তা কলোমা বিএনপির নেতা আবু সায়েম, শিপন আহমেদ, সাবেক ছাত্রদল নেতা রাজু আহমেদ, বিএনপি নেতা মুক্তার আহমেদ সোহেল, স্বেচ্ছাসেবক দল নেতা আল আমিন, লুতফুর রহমান প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন ভিলাফ্রাংকা বিএনপি নেতা রাসেল আহমেদ, বিএনপি নেতা সোহেল আহমেদ, যুবদলের সহ-সভাপতি জনি আহমেদ খান, আব্দুল বাছিত, আকবর আলী, সুমন আহমদ, কামাল আহমদ, মাসুম আহমদ, নাজমুল ইসলাম প্রমুখ।
আলোচনা শেষে কাতালোনিয়া বিএনপির নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন