সোমবার, ১১ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


জার্মানি প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ১১, ২০২৫, ০৬:০৩ পিএম

বায়ার্নের আলগয় আন্তর্জাতিক ম্যারাথনে লাল সবুজের পতাকায় শিব শংকর

জার্মানি প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ১১, ২০২৫, ০৬:০৩ পিএম

১৮তম আন্তর্জাতিক প্যানারোমা ম্যারাথনে শিব শংকর পাল। ছবি- প্রতিনিধি

১৮তম আন্তর্জাতিক প্যানারোমা ম্যারাথনে শিব শংকর পাল। ছবি- প্রতিনিধি

জার্মানির বায়ার্নের আলগয়ে পাহাড় আর পর্বতসমৃদ্ধ ১৮তম আন্তর্জাতিক প্যানারোমা ম্যারাথনে রোববার (১০ আগস্ট) বাংলাদেশের লাল সবুজের পতাকায় অংশ নিলেন দৌড়বিদ শিব শংকর পাল। এটি ছিল তার ব্যাক্তিগত ১৩৫তম আন্তর্জাতিক ম্যারাথন।

এদিন জার্মানি ও অস্ট্রিয়ার সীমান্তবর্তী সমতল ও আল্পস পর্বতমালার সমন্বয়ে ৪২ দশমিক ৩ কিলোমিটারের বিখ্যাত ম্যারাথনটি আলগয় শহরের প্রাণকেন্দ্র জনথফেন এর ইমেন্সস্ট্যাডার সড়ক থেকে শুরু হয়ে হুইটেরবার্গ, ওয়ার্ল্ডকাপহুইটে, ব্যার্গহাউস সোয়াবেন, ফ্রাইবুর্গার আলপে, লকবাখটাল, বলস্টারলাঙ্গ চৌরাস্তাসহ আকর্ষনীয় ও মনোমুগ্ধকর বেশ কয়েকটি পর্বতের পয়েন্ট অতিক্রম করে শহরের প্রধানকেন্দ্র স্টাডিওনভেগে এসে শেষ হয়।

দৌড়বিদদের সাধারণত পাহাড়ি উঁচু-নিচু ট্র্যাক পাড়ি দিতে বেশ বেগ পেতে হয়। সমতলে দৌড়ানোর চাইতে পর্বতে দৌড়ানো বরাবরের মতই কষ্টের। কিন্তু দেশের লাল-সবুজের পতাকা হাতে অভিজ্ঞ শিব শংকর পাল ছিলেন  অটল। দেশের পতাকা হাতে নিয়েই তিনি ফিনিশিং লাইন শেষ করেন। ১৯৬৫ সালে ঢাকার নবাবগঞ্জে জন্ম নেয়া শিব শংকর পাল।

এ সময় তার স্ত্রী শিখা শংকর পাল, সন্তান মাক্সি, দিব্য ও ত্রয়ীসহ তার স্বজন ও প্রবাসীরা তাকে ব্যাপক উৎসাহ যোগান। ম্যারাথন শেষে শিব শংকর পাল বলেন, প্রথম হওয়া কিংবা পুরষ্কার পাওয়ার আশায় নয় বরং আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের পতাকা বিশ্বের সবার কাছে তুলে ধরার মধ্যে যে আনন্দ পাওয়া যায় তার অনুভূতি সবকিছুর উর্ধ্বে। দিনশেষে মাতৃভূমির প্রতি ভালবাসাটাই আমার কাছে মুখ্য।

Shera Lather
Link copied!