বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৫, ০৪:২২ এএম

জাতীয় নির্বাচনে ভোট দিতে প্রস্তুত প্রায় ১৮ হাজার প্রবাসী

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৫, ০৪:২২ এএম

জাতীয় নির্বাচনে ভোট দিতে প্রস্তুত প্রায় ১৮ হাজার প্রবাসী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিদেশে অবস্থানরত ১৭ হাজার ৯০০ বাংলাদেশি ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন। 

রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেটে এ তথ্য জানানো হয়।

প্রথম ধাপে পূর্ব এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার দেশগুলোতে বসবাসরত প্রবাসীদের নিবন্ধন নেওয়া হচ্ছে। অ্যাপ চালুর পর গতকাল রাত ৮টা পর্যন্ত এই অঞ্চলের ১৭ হাজার ৯০৭ জন নিবন্ধন করেন। এর মধ্যে পুরুষ ১৬ হাজার ৩৫৫ জন ও নারী ১ হাজার ৫৫২ জন।

দেশভিত্তিক হিসাবে দক্ষিণ কোরিয়ায় ৭ হাজার ৭৬৮ জন, জাপানে ৪ হাজার ৬০৬ জন, দক্ষিণ আফ্রিকায় ২ হাজার ৩১১ জন এবং চীনে ১ হাজার ২৮৯ জন নিবন্ধন করেছেন।

গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দিন ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন। একই দিনে ইসি ১৪৮টি দেশে পোস্টাল ভোটিং নিবন্ধনের সময়সূচি ঘোষণা করে।

ইসি সচিবালয়ের জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক জানান,

১৯–২৩ নভেম্বর: পূর্ব এশিয়া, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা

২৪–২৮ নভেম্বর: উত্তর আমেরিকা, ওশেনিয়া

২১ নভেম্বর–৩ ডিসেম্বর: ইউরোপ

৪–৮ ডিসেম্বর: সৌদি আরব

৯–১৩ ডিসেম্বর: দক্ষিণ এশিয়া ও দক্ষিণ–পূর্ব এশিয়া

১৪–১৮ ডিসেম্বর: মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ

প্রবাসীরা যেসব দেশ থেকে ভোট দেবেন, সেই দেশের মোবাইল নম্বর ব্যবহার করেই অ্যাপে নিবন্ধন করতে হবে। ব্যালট পাঠানোর জন্য সঠিক বিদেশি ঠিকানা দেওয়া বাধ্যতামূলক।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, প্রথমবারের মতো বিদেশে থাকা বাংলাদেশিদের জন্য আউট অব কান্ট্রি ভোটিং (ওসিভি) চালু হওয়া নির্বাচন প্রক্রিয়ায় একটি বড় অগ্রগতি। একই সঙ্গে দেশের অভ্যন্তরে আইনি হেফাজতে থাকা ভোটার, নিজ আসনের বাইরে থাকা সরকারি চাকরিজীবীসহ প্রায় ১০ লাখ ভোটারকে ইন–কান্ট্রি পোস্টাল ভোটিং (আইসিপিভি) সুবিধার আওতায় আনা হচ্ছে। জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজনের চাপ থাকলেও প্রস্তুতি এগিয়ে যাচ্ছে বলে জানান তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!