রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


মালয়েশিয়া প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০৪:৪১ পিএম

মালয়েশিয়ায় সাবাহ আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নিচ্ছে বাংলাদেশ

মালয়েশিয়া প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০৪:৪১ পিএম

মালয়েশিয়ায় সাবাহ আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নিচ্ছে বাংলাদেশ। ছবি- প্রতিনিধি

মালয়েশিয়ায় সাবাহ আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নিচ্ছে বাংলাদেশ। ছবি- প্রতিনিধি

মালয়েশিয়ায় সাবাহ প্রদেশের রাজধানী কোটাকিনাবালুতে সাবাহ ইনভেস্টমেন্ট অ্যান্ড ট্রেন্ড এক্সপো ২০২৫ (এসআইটিই) শীর্ষক মেলায় অংশ নিচ্ছে বাংলাদেশ। সাবাহ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে (এসআইসিসি) ২৬-২৮ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত তিন দিনব্যাপী এই মেলা আয়োজন করেছে ফেডারেশন অব সাবাহ ইন্ডাস্ট্রিজ (এফএসআইFSI)।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল তিনটায় মেলার অনানুষ্ঠানিক উদ্বোধন করেন সাবাহ রাজ্যের ডেপুটি চিফ মিনিস্টার কাম ওয়ার্কস মিনিস্টার দাতুক সাহেলমি ইয়াহিয়া। উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে অংশগ্রহণকারী বাংলাদেশের প্রসিদ্ধ খাদ্যসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘প্রাণ’ এর বুথ পরিদর্শন করেন। 

বাংলাদেশের বুথে অতিথিদের স্বাগত জানান ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা। এ সময় তিনি বুথে প্রদর্শিত দেশের বিভিন্ন রপ্তানিযোগ্য পণ্য সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করেন এবং সাবাহ রাজ্যে বাংলাদেশের প্রসিদ্ধ পণ্যসামগ্রীর বাজার সম্প্রসারণে রাজ্য সরকারের সহযোগিতার জন্য অনুরোধ জানান।

ডেপুটি চিফ মিনিস্টার কাম ওয়ার্কস মিনিস্টার দাতুক সাহেলমি ইয়াহিয়া এই মেলায় অংশগ্রহণের জন্য বাংলাদেশ হাইকমিশনকে ধন্যবাদ জানান। পরবর্তীতে তিনি বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে এবং ‘প্রাণ’-এর প্রতিনিধিকে মেলায় অংশগ্রহণের জন্য সম্মাননা সনদ প্রদান করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন মেলার অর্গানাইজিং চেয়ারম্যান দাতুক রিচার্ড লিম, আয়োজককারী প্রতিষ্ঠান ফেডারেশন অব সাবাহ ইন্ড্রাস্ট্রিজের (এফএসআই) প্রেসিডেন্ট নাটালি ফুংসহ রাজ্যসরকারের সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ, ব্যবসায়ী চেম্বারের প্রতিনিধি, বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর (কনস্যুলার) মো. মোরশেদ আলম, প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ, তৃতীয় সচিব (রাজনৈতিক) মো. তানজিম হোসেন এবং ‘প্রাণ’-এর প্রতিনিধি আবু বকর সিদ্দিক (হেড অব সেলস), মো. পারবেজ হিরা (হেড অব সেলস), সাকিব রাফি (মার্কেটি এক্সিকিউটিভ) ও মুরুগান মার্ক ( বিজনেস ডেভেলপমেন্ট সাবাহ)।

মেলার দ্বিতীয় দিন ২৭ সেপ্টেম্বরে ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা ফেডারেশন অব সাবাহ ইন্ড্রাস্ট্রিজের প্রেসিডেন্ট নাটালি ফুং, সাবেক প্রেসিডেন্ট দাতুক রিচার্ড লিমসহ ফেডারেশনের অন্যান্য প্রতিনিধিদের সঙ্গে সভা করেন এবং সাবাহ অঞ্চলে বাংলাদেশের পণ্যের বাজার সম্প্রসারণে তাদের সহযোগিতার অনুরোধ জানান। এছাড়াও তিনি ফেডারেশনকে নিকট ভবিষ্যতে ব্যবসায়িক প্রতিনিধিদল নিয়ে বাংলাদেশ সফরের অনুরোধ জানালে তারা এ বিষয়ে তাদের আগ্রহ ব্যক্ত করেন।

উল্লেখ্য, এসআইটিই ২০২৫ মেলায় বিভিন্ন ধরণের খাদ্য ও পানীয়, পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য, সিরামিকস সামগ্রী, প্লাস্টিকপণ্য, তৈরি পোশাক এবং অন্যান্য রপ্তানিযোগ্য পণ্য ‘বাংলাদেশ প্যাভিলিয়নে’ প্রদর্শন করা হচ্ছে। এই মেলায় অংশগ্রহণের মাধ্যমে মালয়েশিয়ার সাবাহ রাজ্যসহ পূর্বাঞ্চলে বাংলাদেশি পণ্যের বাজার সৃষ্টি হবে বলে আশা করা যায়।

Link copied!