জার্মানির মিউনিখে অনুষ্ঠিত জেনারেলি আন্তর্জাতিক ম্যারাথন ২০২৫-এ বাংলাদেশের পতাকা উড়িয়ে দৌড়েছেন প্রখ্যাত ক্রীড়াবিদ শিব শংকর পাল।
রোববার (১২ অক্টোবর) এই ম্যারাথনে অংশ নিয়ে দেশের নাম বিশ্ব ক্রীড়াঙ্গনে উজ্জ্বল করেছেন শিব শংকর, যিনি ১৩৮টি আন্তর্জাতিক ম্যারাথনে অংশগ্রহণ করেছেন।
মিউনিখের এই ঐতিহ্যবাহী ম্যারাথনে বিশ্বের প্রায় ২৮ হাজার প্রতিযোগী অংশ নেন। শিব শংকর পালের জন্য এটি বিশেষ, কারণ এটি তার ২৪তম আন্তর্জাতিক ম্যারাথন। তিনি মিউনিখ অলিম্পিক স্টেডিয়ামের ফিনিশিং লাইন শেষ করেছেন ৩ ঘণ্টা ৩০ মিনিটে।
ম্যারাথন শুরু হয় স্থানীয় সময় সকাল ৯টায় অলিম্পিক স্টেডিয়াম থেকে এবং ৪২.২ কিলোমিটার দূরত্বে শহরের গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্থান, যেমন মারিয়েনপ্লাটজ, জিগেসটর, ইংলিশ গার্ডেন, ইজার, রিন্ডারমার্কট, ভের্কসফিয়ার্টেলসহ বেশ কিছু সড়ক পার হয়ে পুনরায় স্টেডিয়ামে শেষ হয়।
ঢাকার নবাবগঞ্জের ছেলে শিব শংকর পাল বলেন, ‘প্রিয় জন্মভূমির পতাকা হাতে দৌড়ানো সবসময় গর্বের বিষয়।’
তিনি বলেন, এবারের ম্যারাথন তার জন্য বিশেষ, কারণ পরিবার এবং শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানও সড়কে উপস্থিত ছিলেন। মাঝপথে শিব শংকরের সঙ্গে সাক্ষাৎ ও উষ্ণ অভিবাদন তার জন্য অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়ায়।
শিব শংকর আশা প্রকাশ করেছেন, আন্তর্জাতিক ম্যারাথনে আরও বাংলাদেশি ক্রীড়াবিদ লাল-সবুজের পতাকা উড়িয়ে দেশের গৌরব বৃদ্ধি করবেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন