গ্রিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে রেমিটেন্স উৎসব দিবস পালন করা হয়েছে। উৎসবের মাধ্যমে দেশে রেমিটেন্স পাঠানো প্রবাসীদেরকে নানান আয়োজনের পুরস্কার করা হয়।
মঙ্গলবার (২২ অক্টোবর) এ উৎসবে গ্রিসে অবস্থিত এথেন্সের `তাজ মহল` ট্রাভেল্স এন্ড মানি ট্রান্সফার এজেন্সি পরিদর্শন করেন গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা।
রাষ্ট্রদূতের পরিদর্শনকালে বৈধভাবে রেমিট্যান্স প্রেরণকারীদের নিয়ে লটারীর মাধ্যমে ৮ জন প্রবাসীকে পুরস্কার প্রদান করা হয়।
এসময় তার সঙ্গে ছিলেন দূতাবাসের কাউন্সিলর বিশ্বজিৎ কুমার পাল ও দ্বিতীয় সচিব রাবেয়া বেগম। তাদেরকে স্বাগত জানান প্রতিষ্ঠানের কর্ণধার বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সাধারণ সম্পাদক এইচ এম জাহিদ ইসলাম।
এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সহ-সভাপতি আকমল মাহমুদ স্বপন, সদস্য ইসমাইল হোসেন রানা, মাসুদ মৃধা, সাব্বির আহমেদ ও নাজমুল হক। আরো উপস্থিত ছিলেন জাহিদ ইসলাম ফাউন্ডেশন এর প্রধান সমন্বয়ক লোকমান মাতুব্বর, আমিনুল মজুমদার, শিমুল হোসেন, পারভেজ মজুমদার, আবদুর রাজ্জাক টিটু, আবদুর রহিম মোল্লা, জাকির হোসেন, নান্নু মিয়াসহ সামাজিক ও আঞ্চলিক সংগঠনের অনেক নেতৃবৃন্দ।
এ সময় বৈধ পথে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে সকল প্রবাসীদের আহবান জানান রাষ্ট্রদূত।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন