পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘নিশ্চয় আল্লাহ নবির ওপর রহমত অবতীর্ণ করেন এবং ফেরেশতারা তার জন্য রহমতের দোয়া করেন। সুতরাং হে মুমিনগণ, তোমরাও তার প্রতি দরুদ পড়ো এবং অধিক পরিমাণে সালাম পাঠাও।’ (সুরা আহজাব, আয়াত: ৫৬)
দরুদে ইবরাহিমের ফজিলত
মহানবী (সা.) এর প্রতি হৃদয়ের গভীরে মহব্বত ও ভালোবাসা পোষণ করা এবং তার জন্য মহান আল্লাহর দরবারে কায়মনোবাক্যে দোয়া করা- প্রত্যেক উম্মতের ঈমানি কর্তব্য। দরুদ পাঠ রহমত ও বরকত লাভের অন্যতম উপায়। সালাতের মধ্যে দরুদে ইবরাহিম পাঠ করা সুন্নাতে মুয়াক্কাদা। দরুদে ইবরাহিম বেশ ফজিলতপূর্ণ।
দরুদে ইবরাহিম কখন পড়তে হয়?
ফরজ, ওয়াজিব এবং নফল নামাজের শেষ বৈঠকে তাশাহুদের পরে যে দুরুদ পাঠ করা হয়, সেটাই মূলত দরুদ ইবরাহিম নামে পরিচিত। দরুদে ইবরাহিম নামাজের গুরুত্বপূর্ণ একটি অংশও বটে। সালাত ছাড়াও অন্যান্য যেকোনো সময় এই দরুদ পাঠে রয়েছে মুস্তাহাব সওয়াব।
দরুদে ইবরাহিম আরবি
اَللّهُمَّ صَلِّ عَلى مُحَمَّدٍ وَّعَلى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلى إِبْرَاهِيْمَ وَعَلى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَجِيْدُ، اَللّهُمَّ بَارِكْ عَلى مُحَمَّدٍ وَّعَلى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلى إِبْرَاهِيْمَ وَعَلى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ
দরুদে ইবরাহিমের বাংলা উচ্চারণ
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ, কামা সাল্লাইতা আলা ইবরাহিমা ওয়া আলা আলি ইবরাহিম, ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ, কামা বারাকতা আলা ইবরাহিমা ওয়া আলা আলি ইবরাহিম, ইন্নাকা হামিদুম মাজিদ।
দরুদে ইবরাহিমের বাংলা অর্থ
হে আল্লাহ, তুমি মুহাম্মদ ও তাঁর বংশধরের ওপর রহমত বর্ষণ কর, যেমন তুমি ইবরাহিম ও তাঁর বংশধরের ওপর রহমত বর্ষণ করেছ। নিশ্চয় তুমি প্রশংসিত ও গৌরবান্বিত। হে আল্লাহ, তুমি মুহাম্মাদ ও তার বংশধরের ওপর বরকত বর্ষণ কর, যেমন তুমি ইবরাহিম ও তার বংশধরের ওপর বরকত বর্ষণ করেছ। নিশ্চয় তুমি প্রশংসিত ও গৌরবান্বিত। (নাসায়ি, হাদিস: ১২৯১)
আপনার মতামত লিখুন :