একজন মুসলিমের ওপর দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। সঠিক সময়ে নামাজ আদায় না করলে রয়েছে ভয়াবহ শাস্তির ঘোষণা। পাঁচ ওয়াক্ত নামাজের প্রথম ওয়াক্ত হচ্ছে ফজর। এই নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত।
রাসূল সা. বলেছেন, যার সালাত সুন্দর হবে তার অন্যান্য আমলগুলোও শুদ্ধ ও সঠিক হয়ে যাবে। বিপরীতে যার সালাত শুদ্ধ নয়, তার অন্য আমলও শুদ্ধ হবে না। (সহিহ তারগীব, হাদিস : ৩৬৯)।
আজ রোববার, ১৮ মে ২০২৫ ইংরেজি, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বাংলা, ১৯ জিলকদ ১৪৪৬ হিজরি।
আজকের নামাজের সময়সূচি
জোহর- ১১:৫৮ মিনিট।
আসর - ৪:৩৩ মিনিট।
মাগরিব - ৬:৪০ মিনিট।
এশা - ৮:০১ মিনিট।
ফজর (আগামীকাল সোমবার) - ৩:৫২ মিনিট।
বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তা হলো-
বিয়োগ করতে হবে-
চট্টগ্রাম : ০৫ মিনিট।
সিলেট : ০৬ মিনিট।
যোগ করতে হবে-
খুলনা : ০৩ মিনিট।
রাজশাহী : ০৭ মিনিট।
রংপুর : ০৮ মিনিট।
বরিশাল : ০১ মিনিট।
আপনার মতামত লিখুন :