চোটের কারণে ড্যারিল মিচেল ছিটকে যাওয়ায় পাকিস্তান সুপার লিগে (পিএসএল) চমকপ্রদভাবে ডাক পেলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। সাম্প্রতিক পরিস্থিতিতে অনেক ক্রিকেটার যখন পাকিস্তান সফর থেকে নিজেদের সরিয়ে রাখছেন, তখন সাকিবের পাকিস্তান যাত্রা চমকের সৃষ্টি করেছে।
করাচি কিংসের বিপক্ষে খেলতে গিয়ে চোট পান কিউই ক্রিকেটার ড্যারিল মিচেল। ফলে পিএসএল থেকে ছিটকে যেতে হয় তাকে। তার বদলি হিসেবে লাহোর কালান্দার্স দলে ভিড়িয়েছে সাকিব আল হাসানকে।
তবে সাকিব লাহোরে যোগ দিলেও তিনি কতগুলো ম্যাচ খেলার সুযোগ পাবেন, তা নির্ভর করছে লাহোর কালান্দার্স প্লে-অফে উঠতে পারবে কি না তার ওপর। কিন্তু পিএসএলে ফিরতে পেরে সাকিব বেশ উচ্ছ্বসিত।
কত টাকায় সাকিবের এই চুক্তি হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে ধারণা করা হচ্ছে, মিচেলের চুক্তির সমান অর্থেই সাকিবকে দলে নিয়েছে লাহোর।
পিএসএলের দশম আসরে ড্যারিল মিচেল ২ লাখ ২০ হাজার ডলারে লাহোর কালান্দার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন, যা বাংলাদেশি টাকায় প্রায় ২ কোটি ৬৯ লাখ টাকা।
তবে প্রশ্ন উঠেছে, মাত্র এক বা কয়েকটি ম্যাচের জন্য সুযোগ পেয়ে সাকিব কি পুরো অর্থ পাবেন?
নিয়ম অনুযায়ী, বদলি ক্রিকেটার হিসেবে যোগ দেওয়া খেলোয়াড় পুরো পারিশ্রমিক পান না। নীতিমালায় বলা আছে, বদলি খেলোয়াড়ের পারিশ্রমিক মূল চুক্তির চেয়ে বেশি হতে পারবে না এবং যোগদানের আগে অনুষ্ঠিত ম্যাচগুলোর অর্থ বাদ দেওয়া হবে।
ফলে, সাকিব পিএসএলের বাকি ম্যাচগুলোর জন্য চুক্তিবদ্ধ হলেও, তিনি যতগুলো ম্যাচ খেলার সুযোগ পাবেন, ততগুলো ম্যাচের পারিশ্রমিকই পাবেন।
এদিকে, আজ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) টিকে থাকার লড়াইয়ে লাহোর কালান্দার্সের জন্য 'ডু অর ডাই' ম্যাচ। এই ম্যাচে সাকিবদের দল পেশোয়ার জালমির মুখোমুখি হবে।
আপনার মতামত লিখুন :