এবার মক্কা-মদিনা ও হজের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ফ্রি ইন্টারনেট সেবা পাবেন হাজিরা। মসজিদুল হারাম, মসজিদে নববী এবং অন্যান্য পবিত্র স্থানগুলোতে ফ্রি হাই-স্পিড ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন তারা।
সৌদি তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৫ সালের হজে হাজিদের জন্য প্রধান প্রধান পবিত্র স্থানগুলোতে বিনামূল্যে ওয়াই-ফাই সেবা প্রদান করা হবে।
মক্কার মসজিদুল হারাম, মদিনার মসজিদে নববী এবং মিনার তাবু, আরাফাতের ময়দান এবং মুযদালিফার মতো গুরুত্বপূর্ণ পবিত্র অঞ্চলগুলো এই সেবার আওতায় থাকবে।
ফ্রি ইন্টারনেটের মাধ্যমে হাজিরা সহজেই পরিবার-পরিজনের সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন, তাৎক্ষণিক আপডেট পেতে পারবেন, নেভিগেশন সেবা ব্যবহার করতে পারবেন এবং বিশ্বব্যাপী তাদের হজ অভিজ্ঞতা শেয়ার করতে পারবেন।
স্থানীয় ও আন্তর্জাতিক টেলিকম কোম্পানির সঙ্গে একযোগে কাজ করে এই সেবা নিশ্চিত করছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। বিশেষত উচ্চ ভিড়ের সময়ে ভালো নেটওয়ার্ক কভারেজ, দ্রুত ইন্টারনেট গতি এবং নিরবচ্ছিন্ন সংযোগ বজায় রাখার চেষ্টা করা হয়েছে।