সংযুক্ত আরব আমিরাতের আল খাতম জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ কেন্দ্র হিজরি ১৪৪৬ সনের জিলহজ ও ঈদুল আজহার তিনটি আলাদা ছবি প্রকাশ করেছে। পর্যবেক্ষণ কেন্দ্রটি আবুধাবির মরুভূমিতে অবস্থিত।
সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, মঙ্গলবার (২৭ মে) স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিট, সকাল ১১টা ও দুপুর ৩টা ১৫ মিনিটে চাঁদের আলাদা তিনটি ছবি তোলা হয়। পরে আরব আমিরাত সরকার আনুষ্ঠানিকভাবে সন্ধ্যার পর চাঁদ ওঠার তথ্য জানায়।
তবে আরব আমিরাতের পাশাপাশি সৌদি আরবেও জিলহজের চাঁদ দেখা গেছে। সৌদির তুমাইর পর্যবেক্ষণ কেন্দ্র থেকে জিলহজের চাঁদটি দেখা যায়। তাই দেশগুলোতে ৬ জুন ঈদুল আজহা উদযাপিত হবে এবং ৫ জুন হবে আরাফাতের দিন।
দুই পবিত্র মসজিদভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন জানিয়েছে, চাঁদ দেখা যাওয়ায় বুধবার (২৮ মে) থেকে শুরু হবে জিলহজ মাস। ৯ জিলহজ (৫ জুন) আল্লাহর মেহমানরা আরাফাতের ময়দানে উপস্থিত হবেন এবং ৬ জুন ঈদুল আজহা উদযাপিত হবে।
জিলহজ হিজরি বর্ষপঞ্জিকার শেষ মাস। এ মাস শেষে শুরু হয় নতুন বছর। মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)-এর মক্কা থেকে মদিনায় হিজরতের সময় থেকে হিজরি সন গণনা শুরু হয়।
ঈদুল আজহা পালন শেষে বিশ্বের সব মুসল্লিকে আগামী বছর পর্যন্ত আবারও অপেক্ষা করতে হবে ঈদের জন্য। ২০২৬ সালে ফেব্রুয়ারি মাসে পবিত্র রমজান মাস শুরু হবে। সে হিসেবে ওই বছরের মার্চে হবে ঈদুল ফিতর।