সূরা আর রহমান পবিত্র কোরআনের ৫৫ নম্বর সুরা। কোরআনের ২৭তম পারায় সুরাটি অবস্থিত। এর আয়াত সংখ্যা ৭৮। মুফাসসিরদের কেউ কেউ এই সূরাটিকে মাদানী সূরা বলেছেন। আবার কেউ একে মাক্কী সূরাও বলেছেন। (ফাতহুল কাদীর)
শানে নুযুল
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পর মক্কার কাফেররা ইসলাম সম্পর্কে কৌতূহলী হয়। তারা আল্লাহ নামটির সঙ্গে পরিচিত ছিল। কিন্তু আল্লাহর অন্যান্য নাম যেমন ‘রহমান’ সম্পর্কে অবহিত ছিল না। তারা যে সকল মূর্তির পূজা করতো সেগুলোর একাধিক নাম ছিল না।
আল্লাহ’র গুণবাচক নাম ‘রহমান’ শুনে তারা বলাবলি করতো ওয়া মা রাহমান, অর্থাৎ ‘রহমান আবার কী?’ এ সূরা নাজিলের মাধ্যমে আল্লাহ’র ‘রহমান’ নামের তাৎপর্য ব্যাখ্যা করা হয়েছে। (তাফসীরে মাআরেফুল কোরআন, ৮ম খণ্ড, পৃষ্ঠা ২৩৭-২৩৮)
সুরা রহমান পাঠের ফজিলত
সুরা রহমান পাঠের অনেক ফজিলত রয়েছে। মানসিক অস্থিরতা দূরীকরণ, রিজিক বৃদ্ধি, শারীরিক সুস্থতার জন্য এ সুরা বেশ কার্যকরী। আলি (রা.) সুরা রহমান সম্পর্কে বলেন, ‘আমি নবি (সা.)-কে বলতে শুনেছি, প্রতিটি জিনিসের আলাদা সৌন্দর্য রয়েছে। কোরআনের সৌন্দর্য হলো সুরা রহমান। এ সুরা যেকোনো সময় পাঠ করা যেতে পারে।’