আজ বহুল কাঙ্ক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, এ নির্বাচন আমাদের গণতন্ত্র অভিমুখী বিশাল পদযাত্রা। নির্বাচনে যেই জিতুক তাকে অন্যরা বরণ করে নেবেন।
সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে এক ফেসবুক পোস্টে এ প্রত্যাশা করেন তিনি।
সবাইকে ভোট দেওয়ার প্রতাশা ব্যক্ত করে ফেসবুক পোস্টে আইন উপদেষ্টা বলেন, দেড়যুগ পরে এ দেশের তরুণরা অবাধে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে সেখানে। আশা করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সবাই এ সুযোগ গ্রহণ করবেন, বিপুল সংখ্যায় ভোট দিতে আসবেন।
তিনি আরও লিখেছেন, যেই জিতুক তাকে অন্যরা বরণ করে নেবেন। এ নির্বাচন আমাদের গণতন্ত্র অভিমুখী বিশাল পদযাত্রা। সর্বান্তকরণে কামনা করি, এর আয়োজন সফল হোক।
নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নির্বিঘ্নে ভোট দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন