ঢাকা বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

লক্ষ্মীপুরে ট্রাকচাপায় প্রাণ গেল যুবকের

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: মে ২২, ২০২৫, ০৪:৩৫ পিএম
রায়হান হোসেন সুজন। ছবি-সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুরে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক রায়হান হোসেন সুজন (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) সকালে রায়পুর পৌরসভা এলাকায় রায়পুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। 

নিহত সুজন রায়পুর পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের সর্দার বাড়ির সিরাজ মিয়ার ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, রায়পুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে দ্রুত গতির ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী সুজন গুরুতর আহত হয়। 

তাৎক্ষণিক স্থানীয়রা সুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় শরীরের বিভিন্ন অংশে জখম হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু বলেও জানান। 

রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুর্ঘটনার পরপরই ট্রাক নিয়ে চালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।’

নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।