কমপক্ষে ৫০ শতাংশ পাকিস্তানি ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের পক্ষে মত দিয়েছেন। গ্যালাপ পাকিস্তানের এক সাম্প্রতিক জরিপে এই তথ্য উঠে এসেছে।
‘দ্য নিউজ’ পত্রিকার বরাতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজ।
২০২৫ সালের ১২ থেকে ১৮ মে পর্যন্ত পরিচালিত এই জরিপে দেখা যায়, দেশের বিভিন্ন অঞ্চল থেকে অংশ নেওয়া শত শত নাগরিকের মধ্যে প্রায় অর্ধেক পাকিস্তানি ভারত-পাকিস্তান সম্পর্কোন্নয়নের ক্ষেত্রে বাণিজ্যিক আদান-প্রদান বৃদ্ধিকে কার্যকর উপায় হিসেবে দেখছেন।
তবে ৩৫ শতাংশ পাকিস্তানি এই পদক্ষেপের বিরোধিতা করেন। তাঁদের মতে, সম্পর্ক স্বাভাবিক হওয়ার আগে দুই দেশের মধ্যে বিদ্যমান সব অমীমাংসিত ইস্যুর সমাধান হওয়া জরুরি।
ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নের জন্য কোন কোন ক্ষেত্র কার্যকর হতে পারে- এই প্রশ্নে ৪৮ শতাংশ উত্তরদাতা ক্রীড়াক্ষেত্রে সহযোগিতার কথা বলেছেন।
একইসঙ্গে শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর পক্ষে মত দিয়েছেন ৪৫ শতাংশ পাকিস্তানি। তবে এই দুটি ক্ষেত্রেই যথাক্রমে ৩৫ শতাংশ করে অংশগ্রহণকারী বিরোধিতা করেছেন।
যদি ১৯৪৭ সাল হতো, তাহলে কি পাকিস্তান আলাদা হওয়ার সিদ্ধান্তে আপনি সমর্থন করতেন- এই প্রশ্নে ৮৬ শতাংশ পাকিস্তানি আলাদার পক্ষে রায় দিয়েছেন। মাত্র ৪ শতাংশ এর বিপক্ষে মত দিয়েছেন এবং বাকিরা মন্তব্য করতে অনিচ্ছুক ছিলেন।
গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন ভারতীয় পর্যটক নিহত হওয়ার ঘটনায় ভারত পাকিস্তানকে দায়ী করে সামরিক প্রতিক্রিয়া জানায়। জবাবে পাকিস্তানও পাল্টা হামলা চালায়।
পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি কার্যকর হয়, যদিও ভারত এই মধ্যস্থতার কথা অস্বীকার করেছে।
এই টানাপোড়েনের মধ্যেই গ্যালাপ পাকিস্তান জরিপটি প্রকাশ করেছে, যা উভয় দেশের নাগরিকদের মধ্যে থাকা সম্পর্ক পুনর্গঠনের সম্ভাবনার ইঙ্গিত দেয়।