ঢাকা সোমবার, ১৪ জুলাই, ২০২৫

রাজধানীর বেশ কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৩, ২০২৫, ০৯:৪৬ পিএম
ঢাকা মেট্রোপলিটন পুলিশের লোগো। ছবি- সংগৃহীত

রাজধানীর আরও কিছু গুরুত্বপূর্ণ স্থানে সভা-সমাবেশ, মিছিল ও গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জনশৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

রোববার (১৩ জুলাই) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (১৯৭৬)-এর ২৯ ধারা অনুযায়ী সোমবার (১৪ জুলাই) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিম্নোক্ত এলাকাগুলোতে সব ধরনের সভা, সমাবেশ, মানববন্ধন, অবস্থান কর্মসূচি, শোভাযাত্রা ও গণজমায়েত নিষিদ্ধ থাকবে।

প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন ও জাজেস কমপ্লেক্স এলাকা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট ও জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (১ ও ২) প্রবেশ গেট, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনের এলাকা। 

ডিএমপি আরও জানিয়েছে, বিভিন্ন দাবিদাওয়া আদায়ের নামে হঠাৎ করে সড়ক অবরোধ করে জনদুর্ভোগ তৈরি করা যাবে না। যান চলাচল স্বাভাবিক রাখতে সবাইকে দায়িত্বশীল আচরণের অনুরোধ জানানো হয়েছে।

এর আগে ৮ জুলাইয়ের গণবিজ্ঞপ্তিতে সচিবালয় ও যমুনা ফিউচার পার্কের আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছিল। সেগুলোর মধ্যে ছিল হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড় ও মিন্টু রোড।

ডিএমপি অর্ডিন্যান্সের ২৯ ধারায় বলা হয়েছে, জনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় পুলিশ কমিশনারের লিখিত আদেশে সভা-সমাবেশ নিষিদ্ধ করা যেতে পারে। তবে সরকারের অনুমোদন ব্যতীত এ নিষেধাজ্ঞা ৩০ দিনের বেশি বলবৎ রাখা যাবে না।