ঢাকা বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

পিএসএলে ফিরে যা বললেন রিশাদ হোসেন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ২২, ২০২৫, ০২:৩৭ পিএম
রিশাদ হোসেন। ছবি- সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারের পর দেশের ক্রিকেটে যখন তোলপাড় চলছে, তখনই পিএসএলে যোগ দিতে পাকিস্তানে ফিরেছেন রিশাদ হোসেন।

গতকাল তৃতীয় ম্যাচে নিজের সেরাটা দিতে না পারলেও, ম্যাচ শেষেই তিনি পাকিস্তানের বিমান ধরেছিলেন। আজ লাহোর কালান্দার্স কর্তৃপক্ষ রিশাদের পুনরায় দলে যোগ দেওয়ার খবরটি নিশ্চিত করেছে।

লাহোর কালান্দার্সের অফিশিয়াল ফেসবুক পেজে ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, ‘দেখো, কে ফিরেছে! করাচির বিপক্ষে গুরুত্বপূর্ণ এলিমিনেটর ম্যাচের আগে রিশাদ স্কোয়াডে যোগ দিয়েছেন।’

রিশাদ নিজেও তার সোশ্যাল অ্যাকাউন্টে লিখেছেন, ‘আমি ফিরে এসেছি। পিএসএলে খেলার জন্য প্রস্তুত।’

এদিকে, আজ রাত ৯টায় পিএসএলের এলিমিনেটর ম্যাচে রিশাদকে লাহোরের সেরা একাদশে দেখা যেতে পারে। এই দলে আরও আছেন সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজ। ফলে আজ সাকিবের-মিরাজের সঙ্গে রিশাদকেও মাঠে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

শেষ চারের লড়াইয়ে লাহোর কালান্দার্স ডেভিড ওয়ার্নারের করাচি কিংসের বিপক্ষে খেলবে। এলিমিনেটরে যে দল হারবে, সেই দল টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। আর যে দল জিতবে, সেই দল দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠে যাবে।