ঢাকা বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

লাহোরের জার্সিতে আজ মাঠে নামবে সাকিব-মিরাজ?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ২২, ২০২৫, ০২:১৪ পিএম
সাকিব আল হাসান ও মেহেদী মিরাজ। ছবি- সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শেষ অংশের জন্য লাহোর কালান্দার্সে যোগ দিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। প্রথমবারের মতো পিএসএল খেলার সুযোগ পেয়ে তিনি দারুণ রোমাঞ্চিত।

পাকিস্তানে পৌঁছেই লাহোর কালান্দার্স দলে যোগ দিয়েছেন মিরাজ এবং পিএসএলের জন্য নিজেকে প্রস্তুত করছেন। লাহোর কালান্দার্সের অফিশিয়াল ফেসবুক পেজে গত রাতে মিরাজকে নিয়ে একটি ভিডিও পোস্ট করা হয়েছে।

সেখানে তিনি বলেছেন, ‘কালান্দার্স নিয়ে আমি ভীষণ রোমাঞ্চিত। দলের একটা অংশ আমি। তারা আমাকে সুযোগ সুবিধা দিয়েছে।’

এদিকে মিরাজ মূলত পিএসএলের প্লে-অফ খেলার সুযোগ পেয়েছেন। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এলিমিনেটরে লাহোর কালান্দার্স ও করাচি কিংস মুখোমুখি হবে। 

এই ম্যাচের আগে অনুশীলনে কোনো ত্রুটি রাখছেন না মিরাজ। কালান্দার্সের গত রাতের পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, মিরাজ বোলিং-ব্যাটিং দুটোই অনুশীলন করছেন নিজের পুরোটা দিয়ে। টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ের গুরুত্ব মাথায় রেখে অনুশীলনে বিশাল ছক্কাও মেরেছেন তিনি।

মিরাজ বলেন, ‘সব সময় ভালো জায়গায় বোলিংয়ের চেষ্টা করি। কারণ, ভালো জায়গায় বোলিং করলে ব্যাটারকে বেকায়দায় ফেলা যাবে। টি-টোয়েন্টি খেলাটা সব সময়ই বাউন্ডারির। যত তাড়াতাড়ি সম্ভব, বাউন্ডারি মারার চেষ্টা করি। এখানে সময়টা উপভোগ করছি। প্রস্তুত হচ্ছি আমার প্রথম ম্যাচের জন্য।’


সাকিব-মিরাজ যুগলবন্দি?

লাহোর কালান্দার্সে আছেন আরেক বাংলাদেশি তারকা সাকিব আল হাসান। ফলে আজ গাদ্দাফি স্টেডিয়ামে সাকিব ও মিরাজকে একসঙ্গে মাঠে দেখা যেতে পারে। তবে, এলিমিনেটরে লাহোর হারলে টুর্নামেন্ট থেকে বাদ পড়বে। জিতলেও সরাসরি ফাইনালে যাবে না। 

আগামী ২৩ মে দ্বিতীয় কোয়ালিফায়ারে লাহোরকে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে খেলতে হবে। কারণ, গত রাতে প্রথম কোয়ালিফায়ারে ইসলামাবাদকে ৩০ রানে হারিয়ে সরাসরি ফাইনালের টিকিট কেটেছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।