ফুটবল বিশ্বে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি এবার নতুন ইতিহাস গড়ল ক্রিকেটে। প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে। ২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য বিশ্ব আসরে দেখা যাবে ইউরোপের দল ইতালিকে। ক্রিকেটের যেকোনো সংস্করণে বিশ্বকাপ মঞ্চে এটিই ইতালির প্রথম অংশগ্রহণ।
ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বে চমৎকারভাবে নিজেদের কাজ সেরে রেখেছিল আজ্জুরিরা। শেষ ম্যাচে তাদের মুখোমুখি হয় টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল নেদারল্যান্ডস। ম্যাচটিতে জয় তাদের জন্য বাধ্যতামূলক ছিল না, বরং নেট রান রেটে পিছিয়ে না পড়াই ছিল মূল লক্ষ্য। শেষ পর্যন্ত ৯ উইকেটে হারলেও প্রয়োজনীয় রান রেট ধরে রেখে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে তারা।
চার ম্যাচ শেষে ইতালি, জার্সি ও নেদারল্যান্ডস- তিন দলই সমান ৫ পয়েন্ট অর্জন করে। তবে ইতালির নেট রান রেট ছিল +০.৬১২, যেখানে জার্সির রান রেট ছিল +০.৩০৬। ফলে রান রেট ব্যবধানে এগিয়ে থেকেই দ্বিতীয় দল হিসেবে ইউরোপ অঞ্চল থেকে বিশ্বকাপে জায়গা করে নেয় ইতালি।
শুক্রবার হেগে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামে ইতালি। নির্ধারিত ২০ ওভারে দলটি সংগ্রহ করে ৭ উইকেটে ১৩৪ রান। জবাবে ১৬.২ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে লক্ষ্য পূরণ করে নেদারল্যান্ডস। যদিও তারা যদি ১৪.১ ওভারের মধ্যে লক্ষ্য অর্জন করত, তবে রান রেটে পিছিয়ে পড়ায় বিদায় নিতে হতো ইতালিকে। কিন্তু সেখানেই ভাগ্য সহায় ছিল ইতালির।
এবার ইউরোপ অঞ্চল থেকে দুটি দল সুযোগ পাচ্ছে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে- নেদারল্যান্ডস ও ইতালি। নেদারল্যান্ডস এর আগেও টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছে, তবে ইতালির জন্য এটি একেবারেই নতুন অভিজ্ঞতা এবং এক ঐতিহাসিক অর্জন।
এই সাফল্য ইতালির ক্রিকেটের জন্য এক বিশাল অনুপ্রেরণা হয়ে থাকবে। ফুটবলের পর ক্রিকেটেও বিশ্বমঞ্চে নিজেদের জানান দিতে প্রস্তুত আজ্জুরিরা।
আপনার মতামত লিখুন :