বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৪, ০৩:৪৬ পিএম

র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে মিরাজ

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৪, ০৩:৪৬ পিএম

র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে মিরাজ

ছবি: সংগৃহীত

সম্প্রতি সাকিব আল হাসানকে নিয়ে বিতর্কের মধ্যে অলরাউন্ডার ক্যাটাগরিতে বাংলাদেশ দলে সবচেয়ে বেশি আলোচিত হয়েছেন মেহেদী হাসান মিরাজ। কারণ সংশ্লিষ্ট মহল বলছেন, একমাত্র মিরাজই পারবেন সাকিবের কমতি কিছুটা হলেও পূরণ করতে।

আর এরই ধারাবাহিকতায় অলরাউন্ডারের তালিকায় সাকিবের ক্রমাগত অবনতির সময় মিরাজ পেলেন সুখবর। ইতোমধ্যেই টেস্টে অলরাউন্ডারদের মধ্যে নিজের ক্যারিয়ারসেরা অবস্থানে পৌঁছে গেছেন তিনি।

প্রথমবার টেস্টে সেরা তিন নম্বর অলরাউন্ডার হয়েছেন মিরাজ। পাকিস্তানের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয় পাওয়া টেস্ট সিরিজ থেকে ব্যাট-বলে তিনি দারুণ নৈপুণ্য দেখিয়ে আসছেন। ভারতে ব্যাট হাতে সেভাবে ভূমিকা রাখতে না পারলেও, বল হাতে ছিলেন স্বাভাবিক ছন্দে। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টের এক ইনিংসে ৯৭ রান এবং ২ ‍উইকেট নিয়ে সেরা রেটিং পেয়েছেন মিরাজ।

আজ (বুধবার) আইসিসি প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে টেস্ট অলরাউন্ডার হিসেবে দুই ধাপ এগিয়ে তিনে উঠেছেন এই টাইগার তারকা। বর্তমানে তার রেটিং পয়েন্ট ২৯৪। তিন নম্বর অবস্থানের মতো পয়েন্টেও মিরাজের অবস্থান এখন ক্যারিয়ারসেরা। মিরাজ এগোলেও, এক ধাপ পিছিয়ে টেস্টে বর্তমানে চার নম্বর অলরাউন্ডার সাকিব। তবে যথারীতি টেস্ট অলরাউন্ডারের শীর্ষ দুই অবস্থান ধরে রেখেছেন যথাক্রমে ভারতীয় তারকা রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন।

এদিকে, টেস্ট র‌্যাঙ্কিং আবার মিশ্র অনুভূতি দিতে পারে মিরাজকে। বোলারদের তালিকায় (দুই ধাপ পিছিয়ে ২১তম) পেছালেও, ব্যাটিংয়ে বড় লাফ (৯ ধাপ এগিয়ে ৬৩তম) দিয়েছেন। এ ছাড়া টেস্ট ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে পিছিয়েছেন মুশফিকুর রহিম, লিটন দাস, মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্তরা। মিরপুর টেস্টে বাংলাদেশের হারের ম্যাচে ব্যর্থ ছিলেন তারা। মুশফিক এক ধাপ পিছিয়ে ২৬, লিটন ৫ ধাপ পিছিয়ে ৩৩, মুমিনুল ৬ ধাপ পিছিয়ে ৪৮ ও শান্ত ৫ ধাপ পিছিয়ে ৫৩–তে নেমে গেছেন। তবে মাহমুদুল হাসান জয় ৯ ধাপ এগিয়ে উঠেছেন ৭৫ নম্বরে।

টেস্ট ব্যাটারদের তালিকায় যথারীতি শীর্ষ দুইয়ে আছেন জো রুট ও কেইন উইলিয়ামসন। যশস্বী জয়সওয়াল এক ধাপ এগিয়ে তিনে এবং হ্যারি ব্রুক এক ধাপ পিছিয়ে চারে নেমেছেন। এ ছাড়া বড় লাফ দিয়েছেন পাকিস্তানের সৌদ শাকিল। ২০ ধাপ এগিয়ে তিনি তার বর্তমান অবস্থান সাতে। রাচিন রবীন্দ্র ৮ ধাপ এগিয়ে ১০–এ এবং মিরপুরে সেঞ্চুরি করা কাইল ভারাইনে ১৪ ধাপ এগিয়ে ৩২ নম্বরে উঠেছেন।

অন্যদিকে, টেস্ট বোলিং র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের তাইজুল তিন ধাপ (১৮তম), হাসান মাহমুদ এক ধাপ (৪৬তম) এগিয়েছেন। স্পিনার নাইম হাসান পিছিয়েছেন ১১ ধাপ (৫৫তম)। মিরপুর টেস্টে ৯ উইকেট নিয়ে টেস্ট বোলারদের শীর্ষে উঠে গেছেন কাগিসো রাবাদা। তিনি এগিয়েছেন তিন ধাপ। এ ছাড়া জশ হ্যাজলউড এক ধাপ এগিয়ে দুইয়ে, জাসপ্রিত বুমরাহ ও অশ্বিন দুই ধাপ করে পিছিয়ে তিন ও চারে নেমে গেছেন। পাকিস্তানের নোমান আলি আট ধাপ এগিয়ে ৯–এ উঠেছেন। 

আরবি/এফআই

Link copied!