ঢাকা বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

গ্লোবাল টি-টোয়েন্টি

গায়ানাকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেল রংপুর

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৪, ০৯:৩১ এএম
ছবি: সংগৃহীত

গ্লোবাল টি-টোয়েন্টিতে নিজেদের প্রথম জয়ের দেখা পেল রংপুর রাইডার্স। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) তানজিম সাকিবের দল গায়ানা অ্যামাজন ওরিয়র্সকে ১৫ রানে হারিয়েছে সোহানের রংপুর। আসরের প্রথম দুই ম্যাচে হার সঙ্গী হয়েছিল রংপুরের।

গায়ানার প্রভিডেন্সে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৭ রানের সংগ্রহ পায় রংপুর। জবাবে ১৯ ওভার ১ বলে ১০২ রানেই গুটিয়ে যায় গায়ানার ইনিংস।

প্রথমে ব্যাট করতে নেমে খুবই বাজে শুরু করে রংপুর। ২৭ রানের মধ্যে ৫ উইকেট হারায় তারা। এরপর দলের হাল ধরেন খুশদিল শাহ। পাকিস্তানের এই ব্যাটসম্যান ৪৭ বলে ৫৮ রান করে রংপুরকে বড় বিপদের হাত থেকে বাঁচান। তার সঙ্গে ছোট ছোট জুটি গড়েন সোহান, রিশাদ এবং হারমিত সিং।

গায়ানার টাইগার পেসার তানজিম হাসান সাকিব বল হাতে দারুণ করেছেন। ৪ ওভার বোলিং করে ২১ রানে নিয়েছেন ২ উইকেট। তবে গায়ানার সবচেয়ে সফল বোলার ছিলেন ডোয়াইন প্রিটোরিয়াস। প্রোটিয়া এই পেসার ৪ ওভারে ১৫ রান খরচায় নেন ৩ উইকেট।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে গায়ানাও বড় বিপদে পড়ে শুরুতে। রংপুরের মতো তারাও ২৭ রানেই ৫ উইকেট হারায়। তবে এক শাই হোপ ছাড়া কেউ ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি। হোপ ৪৪ বলে করেন ৩৫ রান। বাকিরা ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। কামরুল ও হারমিতের বোলিং তোপে ১০২ রানে অলঅ্যা আউট হয়ে যায় গায়ানা।

পেসার কামরুল ইসলাম ৩.১ ওভারে ১৩ রানে নিয়েছেন ৪ উইকেট। ৪ ওভারে ১২ রানে ৩ উইকেট পেয়েছেন হারমিত সিং। রিশাদ ও মেহেদী হাসান পেয়েছেন একটি করে উইকেট।