বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) দীর্ঘ আট বছরের নির্বাচকের দায়িত্ব পালনের পর গত ফেব্রুয়ারিতে পদত্যাগ করেন হান্নান সরকার। হান্নানের পদত্যাগের পর থেকে নির্বাচকের দায়িত্ব পালন করছেন গাজী আশরাফ হোসেন লিপু এবং আব্দুর রাজ্জাক রাজ।
এবার তাদের সাথে নতুন একজন নির্বাচককে যুক্ত করতে চাইছে বিসিবি। ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে নতুন নির্বাচক কে হবেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে এ দায়িত্বে আলোচনায় বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে। তাদের মধ্যে নারী ক্রিকেট দলের বর্তমান নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপনকেই সবচেয়ে এগিয়ে রাখা হচ্ছে।
এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কে হন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন নির্বাচক।