শীঘ্রই কি ‘মাহি যুগে’র অবসান হতে চলেছে? এবার কি তবে অবসর নিতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি? বুধবার (৩০ এপ্রিল) পাঞ্জাব কিংস ম্যাচে টসের সময় তেমন জল্পনারই ইঙ্গিত পাওয়া গেল। আর সেই জল্পনা উসকে দিলেন মাহি নিজেই।
চলমান আইপিএলে প্রথম দল হিসেবে প্লে-অফের লড়াই থেকে ছিটকে গেছে চেন্নাই সুপার কিংস (সিএসকে)। ঘরের মাঠে গতরাতে পাঞ্জাব কিংসের কাছে ৪ উইকেটে পরাজয়ের পর টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে যায় মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন দলটির।
একদিকে যেমন চেন্নাইয়ের প্লে-অফে খেলার আশা শেষ হয়ে গেল, তেমনই অন্যদিকে ক্রিকেট মহলে ধোনির ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও জোরালো হলো।
ম্যাচ শুরুর আগে টস করতে নেমে ধারাভাষ্যকার ড্যানি মরিসনের একটি প্রশ্নেই এই জল্পনার সূত্রপাত। মরিসন সরাসরি ধোনিকে জিজ্ঞাসা করেন, আগামী বছর তিনি আইপিএলে খেলবেন কি না অথবা এখনই অবসর নেবেন।
এই প্রশ্ন শুনে চিপাক স্টেডিয়ামের দর্শকরাও অধিনায়কের কাছ থেকে উত্তর জানার জন্য উৎসুক হয়ে ওঠেন। তবে ধোনি হেসে উত্তর দেন, “আমি পরের ম্যাচে নামব কি না, সেটাই তো জানি না।” ধোনির এই মন্তব্য স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলে দিয়েছে, পাঞ্জাবের বিপক্ষেই কি চেন্নাইয়ের জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেললেন এই কিংবদন্তি?
চলতি আইপিএলে চেন্নাই দলগতভাবে তেমন ছন্দে না থাকলেও, ব্যক্তিগতভাবে ধোনির পারফরম্যান্সও খুব একটা নজরকাড়া ছিল না। এর মধ্যেই অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট একদিন আগেই ধোনির ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করেছিলেন।
তিনি বলেছিলেন, ধোনির আর নতুন করে কিছু প্রমাণ করার নেই। তবে ভবিষ্যতের কথা এবার তার ভাবা উচিত এবং সম্ভবত এটাই বিদায় বলার সঠিক সময়।
এদিকে পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে চেন্নাই তোলে ১৯১ রান । স্যাম কারান ৪৭ বলে ৮৮ রানের একটি লড়াকু ইনিংস খেললেও, অন্য ব্যাটসম্যানদের ব্যর্থতায় নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ফেলে তারা। পাঞ্জাবের বোলারদের মধ্যে যুজবেন্দ্র চাহাল হ্যাটট্রিকসহ ৪টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে পাঞ্জাব কিংস ২ বল বাকি থাকতে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়। তাদের দুই ওপেনার প্রিয়াংশ আর্য (২৩) ও প্রভসিমরান সিং (৫৪) দলকে উড়ন্ত সূচনা এনে দেন। অধিনায়ক শ্রেয়াস আইয়ার ৪১ বলে ৭২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।
শেষদিকে শশাঙ্ক সিংয়ের ২৩ রানের ক্যামিও জয় নিশ্চিত করে পাঞ্জাবের। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে পাঞ্জাব কিংস