বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৪, ১২:৪১ পিএম

বিপিএলের টিকিট নিবেন যেভাবে

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৪, ১২:৪১ পিএম

বিপিএলের টিকিট নিবেন যেভাবে

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএলের একাদশ আসরের পর্দা উঠতে যাচ্ছে আগামীকাল (সোমবার) দুপুরে। এ উপলক্ষ্যে শুরু হয়েছে টিকিট বিক্রির প্রক্রিয়া।

ক্রীড়াপ্রেমীরা অনলাইনের পাশাপাশি সরাসরি নির্ধারিত ব্যাংক শাখাগুলো থেকে টিকিট সংগ্রহ করতে পারবে। ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচগুলোর জন্য টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ।

এর আগে টুর্নামেন্ট শুরুর ২৪ ঘন্টা আগেও টিকিট নিয়ে বিস্তারিত না জানানোয় শুরু হয় বিতর্ক। টিকিট না পেয়ে আজ সকাল থেকেই মিরপুর স্টেডিয়ামের সামনে বিক্ষোভ শুরু করে ভক্তরা। এ সময় বিসিবিকে ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকেন তারা। তাই তড়িঘড়ি করে শেষ মুহূর্তে বিপিএলের ১১তম আসরের টিকিট বিক্রির প্রক্রিয়া জানিয়েছে বিসিবি। আগামীকাল উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে ফরচুন বরিশাল এবং দুর্বার রাজশাহী।

অনলাইনে টিকিট কিনতে হবে দর্শকদের ভিজিট করতে হবে www.gobcbticket.com.bd এই লিংকে।

সরাসরি টিকিট সংগ্রহ করা যাবে আজ, ২৯ ডিসেম্বর বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। এছাড়া আগামীকাল, ৩০ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।  

সরাসরি টিকিট বিক্রি করা হবে যেখানে:

মধুমতি ব্যাংকের নির্দিষ্ট শাখাগুলো থেকে শারীরিক টিকিট সংগ্রহ করা যাবে। শাখাগুলো হলো:  
1. মিরপুর শাখা (মিরপুর ১১)  
2. মতিঝিল শাখা (ঢাকা চেম্বার বিল্ডিং)  
3. উত্তরা শাখা (জসিম উদ্দিন রোড)  
4. গুলশান শাখা (গুলশান ১ ও ২ এর মাঝামাঝি)  
5. ধানমন্ডি শাখা (পুরনো রোড ২৭)  
6. কামরাঙ্গীরচর শাখা  
7. ভিআইপি রোড শাখা (পল্টন স্কাউট বিল্ডিং)।  

টিকিটের মূল্য তালিকা:

ম্যাচ ভেন্যু: শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম (এসবিএনসিএস), ঢাকা।  

1. গ্র্যান্ড স্ট্যান্ড (লোয়ার): ২,০০০ টাকা।  
2. গ্র্যান্ড স্ট্যান্ড (আপার): ২,০০০ টাকা।  
3. ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ (মিডিয়া ব্লক): ১,০০০ টাকা।  
4. ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথ (কর্পোরেট ব্লক): ৮০০ টাকা।  
5. ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথ (কর্পোরেট ব্লক): ১,০০০ টাকা।  
6. ক্লাব হাউস সাউথ (শহীদ মুস্তাক স্ট্যান্ড): ৫০০ টাকা।  
7. ক্লাব হাউস নর্থ (শহীদ জুয়েল স্ট্যান্ড): ৫০০ টাকা।  
8. সাউদার্ন গ্যালারি: ৩০০ টাকা।  
9. নর্দার্ন গ্যালারি: ৩০০ টাকা।  
10. ইস্টার্ন গ্যালারি: ২০০ টাকা।  
11. ক্লাব হাউস সাউথ (শহীদ মুস্তাক স্ট্যান্ড - জিরো ওয়েস্ট জোন): নির্দিষ্ট ৩০০ আসনের টিকিটের মূল্য ৬০০ টাকা। 

আরবি/এফআই

Link copied!