বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ০৯:৩২ এএম

আক্রমণাত্মক ফুটবলের সুফল পাচ্ছে বার্সালোনা

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ০৯:৩২ এএম

আক্রমণাত্মক ফুটবলের সুফল পাচ্ছে বার্সালোনা

ছবি: সংগৃহীত

আক্রমণাত্মক ফুটবলের সুফলটা ভালোভাবেই পেয়েছে বার্সেলোনা। রায়ো ভায়োকানোর বিপক্ষে জয় এসেছে এক গোলের ব্যবধানে। তবে, লা লিগার শুরু থেকে প্রতিপক্ষের ওপর গোলবন্যা বইয়ে দেয়া দলটি এখন শীর্ষে উঠে এসেছে কেবল গোল ব্যবধানে। রিয়াল মাদ্রিদ এবং অ্যাতলেটিকো মাদ্রিদ নিজেদের ম্যাচে পয়েন্ট হারানোর পর ব্লুগ্রানারা সুযোগটা ভালোভাবে কাজে লাগিয়েছে।

রায়ো ভায়োকানোর বিপক্ষে ম্যাচে বার্সেলোনা বেশ কিছু সুযোগ পেয়েছিল। আক্রমণের ঝড়ই বইয়ে দিয়েছিল তারা প্রতিপক্ষের রক্ষণভাগের ওপর। তবে লামিন ইয়ামাল, রাফিনিয়া এবং দানি ওলমো গোল করতে ব্যর্থ হয়েছেন। একমাত্র সফল হয়েছেন রবার্ট লেভানডফস্কি, যিনি পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন। তার ওই গোলেই বার্সেলোনা এখন লা লিগার টেবিল টপার।

রায়ো ভায়োকানোর বিপক্ষে এই জয়টি বার্সেলোনার জন্য প্রায় দুই মাস পর শীর্ষে ওঠার সুযোগ এনে দেয়। রিয়াল ও অ্যাতলেটিকো পয়েন্ট হারানোর পর বার্সেলোনার সামনে এই সুযোগ আসে এবং তারা তা কাজে লাগাতে সক্ষম হয়। ২৪ ম্যাচে ১৬ জয় ও ৩ ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট হলো ৫১। সমান ম্যাচে রিয়ালেরও ৫১ পয়েন্ট, তবে গোল ব্যবধানে এগিয়ে থাকার কারণে শীর্ষে রয়েছে কাতালানরা।

ম্যাচের শুরুতে ৪ মিনিটের মধ্যে প্রথম সুযোগটি তৈরি হয় বার্সেলোনার। রাফিনিয়ার ক্রসে লেভানডস্কি হেড করে লক্ষ্যভ্রষ্ট করেন। এরপর ২০ মিনিটের মধ্যে দুবার সুযোগ নষ্ট করেন রাফিনিয়া। ২৮তম মিনিটে সফল স্পট-কিকে বার্সেলোনা এগিয়ে যায় লেভানডস্কির গোলেই।

৩১ মিনিটে লামিন ইয়ামালের শট ফেরান ভায়োকানোর গোলরক্ষক আগুস্তো। ৩৭ মিনিটে বার্সেলোনার গোলরক্ষক ওলশেক সেজনি দুটি সেভ করেন। ৪৩ মিনিটে ভায়োকানোর হোর্হে দে ফ্রুতোস গোল করলেও সেটা বাতিল হয় অফসাইডের কারণে।

৫৩তম মিনিটে লেভানডস্কি দ্বিতীয় গোলের সুযোগ হাতছাড়া করেন। ৭২তম মিনিটে রাফিনিয়ার চিপ শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। শেষ পর্যন্ত ১-০ গোলে জয়ী হয় বার্সেলোনা।

আরবি/এফআই

Link copied!