বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৫, ০৪:৫১ পিএম

রাফিনহার বিস্ফোরক মন্তব্যের পর আগুনে পানি ঢাললেন আর্জেন্টাইন কোচ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৫, ০৪:৫১ পিএম

রাফিনহার বিস্ফোরক মন্তব্যের পর আগুনে পানি ঢাললেন আর্জেন্টাইন কোচ

ছবি: সংগৃহীত

মাঠ হোক কিংবা মাঠের বাইরে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই সবসময়ই বাড়তি উত্তাপ ছড়ায়। এমন পরিস্থিতিতে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা মন্তব্য করেছেন, ‘আর্জেন্টিনাকে হারাবই, মাঠে ও প্রয়োজনে মাঠের বাইরেও’।

বাংলাদেশ সময় বুধবার সকালে আর্জেন্টিনার মাঠে হতে যাচ্ছে ‘সুপারক্লাসিকো’ ম্যাচটি। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সকাল ৬টায়।এবার ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সেটাই যেন একটু স্বাভাবিক করার চেষ্টা করলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছায়ের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে আর্জেন্টিনা। অন্যদিকে তৃতীয় নম্বরে আছে ব্রাজিল। তাছাড়া গত কয়েক বছরে ফিফা র‌্যাঙ্কিংয়েও নিজেদের আধিপত্য ধরে রেখেছে আলবেসেলেস্তেরা।

তবে এর মাঝে ব্রাজিল শিবিরে স্বস্ত্বি গত কয়েক দিন আগেই কলম্বিয়ার বিপক্ষে দুর্দান্ত এক জয় পেয়েছে দলটি। ওই জয়ের ধারায় নতুন শুরুর জয়গান গাইছে ব্রাজিলের সবাই। দলকে আরও তাতিয়ে তুলতেই অমন হুঙ্কার ছোড়েন রাফিনিয়া।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির কাছে রাফিনহার এই মন্তব্য নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। তাদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘খেলোয়াড়ের মন্তব্য নিয়ে আমি বেশি কথা বলতে চাই না, তবে তারা এ বিষয়ে আমাকে জানিয়েছে। এটা আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ, গুরুত্বপূর্ণ লড়াই; তবে সবকিছুর পরেও এটা কেবলই একটা ফুটবল ম্যাচ।’

মেসি ও নেইমারের মধ্যকার বন্ধুত্বের সম্পর্কের বিষয়টি তিনি সামনে এনে বলেন, ‘২০২১ কোপা আমেরিকা ফাইনালের পর মারাকানার সিঁড়িতে নেইমারের সঙ্গে লিওনেল মেসির বসে থাকার দৃশ্য এখনও আমার মনে আছে। (ফুটবলের ময়দানে) এটা এমন একটা দৃশ্য, যেটা সারাজীবন থাকতে হবে। সবাই জিততে চাই, তবে কোনোকিছুই জয়-পরাজয়ের বাইরে যাওয়া উচিত নয়।’

আর্জেন্টিনার বিপক্ষে সবশেষ চার দেখায় তিনটিতেই হেরেছে ব্রাজিল। অন্যটি হয়েছে ড্র।  চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে আসছে ম্যাচে হার এড়াতে পারলেই বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে যাবে শিরোপাধারীদের।

১৩ রাউন্ড শেষে ৯ জয় ও ১ ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা, দ্বিতীয় স্থানে থাকা একুয়েডরের চেয়ে ৬ পয়েন্ট বেশি।৬ জয় ও ৩ ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ব্রাজিল।

আরবি/আরডি

Link copied!