বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৫, ১০:৩১ এএম

আইপিএল ২০২৫

হায়দ্রাবাদের টানা তিন হার

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৫, ১০:৩১ এএম

হায়দ্রাবাদের টানা তিন হার

ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে রেকর্ড ২৮৬ রান করেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। রাজস্থানের বিপক্ষে সেই ম্যাচটি ৪৪ রানে জিতে যেন বিধ্বসি এক মৌসুমের পূর্বাভাস দিয়েছিল দলটি। তবে সময়ের সাথে সেই সম্ভাবনা ম্লান হয়েছে। পরের তিন ম্যাচের একটিতেও জিততে পারে নি দলটি।

গতকাল বৃহস্পতিবার (৩ এপ্রিল) আইপিএলে দিনের একমাত্র ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে ৮০ রানে হেরেছে দলটি। আগে ব্যাট করতে নেমে ২০০ রানের পুঁজি তুলেছিল কেকেআর। জবাবে হায়দ্রাবাদ থেমেছে ১২০ রান করে।  

এদিন ২২ গজে থিতু হতে পারেনি হায়দ্রাবাদের কোন ব্যাটারই। প্রথম ম্যাচে ঝড় তোলা ট্রাভিস হেড, অভিষেক শর্মা এবং ইশান কিশান দলীয় ১০ রানের মধ্যেই সাজঘরে ফেরেন। কিছুটা চেষ্টা চালিয়ে যান নিতিশ রেড্ডি ও হেনরি ক্লাসেন। তবে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়।

দলের হয়ে সর্বোচ্চ ২১ বলে ৩৩ রানের ইনিংস খেলেন ক্লাসেন। শ্রীলঙ্কান কাইমুন্দু ম্যান্ডেজ করেন ২৭ এবং নিতিশ রেড্ডির ব্যাট থেকে আসে ১৯ রান।

শেষদিকে ১৪ রানের ইনিংস খেলেন পেট কামিন্স। এছাড়া অন্য কোন ব্যাটার ছুঁতে পারেনি দুই অঙ্কের সংখ্যা। ফলে ১৬.৪ ওভারে ১২০ রানে অলআউট হয় হায়দ্রাবাদ।

এদিন কলকাতার হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন বৈভব আরোরা ও বরুণ চক্রবর্তী। এছাড়া আন্দ্রে রাসেল ২টি এবং সুনীল নারাইন ও হরশিত রানা নেই একটি করে উইকেট।

এর আগে টেস হেরে শুরুতে ব্যাট করতে নেমে শুরুটা তেমন ভালো হয়নি কলকাতার। দুই ওপেনার সুনীল নারাইন এবং কুইন্টন ডি কক দ্রুতই সাজঘরে ফিরেছেন। দলের ১৬ রানের মাথাতে বিদায় নেন দুই ওপেনার। ৬ বলে ১ রান করে বিদায় নেন ডি কক। নারাইন আউট হয়েছেন ৭ বলে ৭ রান করে।

দুই ওপেনারের বিদায়ের পর কলকাতা কিছুটা চাপে পড়রেও সেই পরিস্থিতি সামাল দেন অধিনায়ক আজিঙ্কা রাহানে এবং আংক্রিশ রঘুবংশী। দারুণ সাবলীল ব্যাটিংয়ে এগিয়েছেন দুজন। ২৭ বলে ৩৮ রানের ইনিংস খেলেছেন রাহানে, থেমেছেন দলের ৯৭ রানের মাথায়। রাহানের বিদায়ের পরে থেমেছেন রঘুবংশীও। সাজঘরে ফেরার আগে ফিফটি ছুঁয়েছেন তিনি। ৩২ বলে ৫০ রানের ইনিংস খেলেন তিনি।

শেষ দিকে ঝড় তোলেন রিঙ্কু। দ্রুতই ক্রিজে জমে যান ভেঙ্কাটেশ-রিঙ্কু। দুজনের ব্যাটে চড়ে ২০০ রানও ছুঁয়েছে কলকাতা। ফিফটি হাঁকিয়ে ২৯ বলে ৬০ রানের বিস্ফোরক এক ইনিংস খেলে দলীয় ১৯৭ রানের মাথাতে আউট হন ভেঙ্কাটেশ। অন্যদিকে রিঙ্কু অপরাজিত ছিলেন ১৭ বলে ৩২ রানের ক্যামিও খেলে। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৬ উইকেট হারিয়ে ২০০ রানের পুঁজি দাঁড় করায় কলকাতা নাইট রাইডার্স।

হায়দরাবাদের হয়ে ১টি করে উইকেট শিকার করেছেন মোহাম্মদ শামি, প্যাট কামিন্স, জিসান আনসারি, হার্শাল প্যাটেল এবং কামিন্দু মেন্ডিস।

আরবি/আরডি

Link copied!