এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) থেকে বড় অঙ্কের অনুদান পাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এ অনুদানের পরিমাণ ২৫ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩০ কোটি টাকা। এ অনুদানের টাকা স্টেডিয়াম উন্নয়ন ও সংস্কার প্রকল্পে ব্যবহার করা হবে।
বাহরাইনে অনুষ্ঠিত এএফসি কংগ্রেসে অংশ নিয়ে দেশে ফিরেছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।
মঙ্গলবার (১৫ এপ্রিল) এএফসি কংগ্রেস নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সহসভাপতি হ্যাপি ও সাধারণ সম্পাদক তুষার।
এ সময় হ্যাপি বলেন, ‘এএফসি কংগ্রেস থেকে আমরা আড়াই মিলিয়ন ডলার অনুদান পেয়েছি স্টেডিয়াম উন্নয়ন প্রকল্পের জন্য। এ ছাড়া জাপান, কাতার ও সৌদি আরবের ফেডারেশনগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। তারা আমাদের ফুটবলের সার্বিক উন্নয়নে কাজ করতে আগ্রহী—রেফারি, একাডেমি, খেলোয়াড় উন্নয়ন সব ক্ষেত্রেই ‘
হ্যাপি আরও বলেন, ‘আমাদের ফিফা র্যাংকিং বেড়েছে। আমাদের ফুটবলার হামজার খেলা প্রশংসা পেয়েছে। অন্য ফেডারেশনগুলো বাংলাদেশ নিয়ে এখন অনেক বেশি আগ্রহী।’


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন