সিলেট টেস্টের প্রথম দিনের ভরাডুবির পর দ্বিতীয় দিনের প্রথম সেশনে চালকের আসনে বাংলাদেশ। নাহিদ রানার গতিময় বোলিংয়ে দ্বিতীয় দিনের প্রথম সেশন নিজেদের করে নিয়েছে টাইগাররা।
সোমবার (২১ এপ্রিল) সিলেট টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করছে জিম্বাবুয়ে। এদিন মধ্যাহ্ন বিরতির আগে ৪ উইকেটে ১৪৩ রান তুলেছে সফরকারীরা। বাংলাদেশের চেয়ে তারা এখনও ৪৮ রানে পিছিয়ে।
ম্যাচের প্রথম দিন কোনো উইকেট না হারিয়ে ৬৭ রান তোলা জিম্বাবুয়ে আজ প্রথম সেশনে ৪ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে যোগ করেছে ৬৬ রান। নাহিদ রানা ১২ ওভারে ৪৬ রান খরচায় ৩ উইকেট শিকার করেছেন। বাকি উইকেটটি হাসান মাহমুদের দখলে গেছে।
আজ দিনের শুরুতেই বাংলাদেশকে স্বস্তি এনে দেন পেসার নাহিদ রানা। স্কোরবোর্ডে মাত্র ২ রান যোগ করেই এই পেসারের শিকার হন বেন কুরান। আউট হওয়ার আগে ৫৫ বলে ১৮ রান করেন এই ব্যাটার।
২১তম ওভারে ফের আঘাত হানেন নাহিদ। এবার তার শিকার হন আরেক ওপেনার বেনেট। চতুর্থ স্টাম্পের বাইরের গুড লেন্থের বল স্কয়ার কট করার চেষ্টা করেন বেনেট। তবে নাহিদের গতির কাছে পরাস্ত হন তিনি। ব্যাটের কানায় লেগে বল চলে যায় সোজা উইকেট কিপারের হাতে।
এর পরের ওভারে আরও এক উইকেট তুলে নেন হাসান মাহমুদ। স্টাম্প উপড়ে নিল ওয়ালচকে সাজঘরের পথ দেখান হাসান।
৮৮ রানে ৩ উইকেট হারানো জিম্বাবুয়ের আল ধরেন দুই সিনিয়র শন উইলিয়ামস ও অধিনায়ক ক্রেইগ আরভিন। ৪১ রানের জুটি গড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছিলেন প্রায়। আর বিপজ্জনক হয়ে ওঠা এই জুটি ভেঙে টাইগারদের ত্রাতা হন নাহিদ।
ব্যাক অব আ লেন্থ ডেলিভারি ছুঁয়ে গিয়েছিল আরভিনের ব্যাটের কানা। জিম্বাবুইয়ান অধিনায়ক ব্যাট সরিয়ে নিতে গিয়েও পারেননি। বাংলাদেশের জোরাল আবেদনে প্রথমে সাড়া দেননি আম্পায়ার। রিভিউ নেন টাইগার দলপতি শান্ত। আল্ট্রা এজে স্পষ্ট স্পাইক ধরা পড়ে। রিভিউ নিয়ে প্রতিপক্ষের অধিনায়ককে সাজঘরে ফেরত পাঠায় বাংলাদেশ। ৮ রান করেন আরভিন
তবে এখনো মাঠে লড়াই চালিয়ে যাচ্ছেন শন উইলিয়ামস। তার সঙ্গী হিসেবে আছেন মাধেভেরে।
আপনার মতামত লিখুন :