বাংলাদেশ জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদের গোড়ালির চোটের কারণে মাঠের বাইরে। কয়েকদিন আগেও জানা গিয়েছিল অস্ত্রোপচার করা লাগবে এই পেসারের। এ নিয়ে ইংল্যান্ডে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েছেন তিনি।
যদিও সেখান থেকে তাসকিনের বিষয়ে সুখবর দেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন অস্ত্রোপচারের প্রয়োজন হচ্ছে না তার। এমনটি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী জানান, তিনজন বিশেষজ্ঞ চিকিৎসকই তাসকিনকে অস্ত্রোপচার না করার পরামর্শ দিয়েছেন। আপাতত রিহ্যাব প্রক্রিয়ার মাধ্যমেই তার চিকিৎসা চলবে।
তবে এই প্রক্রিয়া কতদিন চলবে, তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তাসকিনের বাম পায়ের গোড়ালিতে হাড়ের অস্বাভাবিক বৃদ্ধি রয়েছে, যা পুরোপুরি দূর করা সম্ভব নয়। তবে চিকিৎসকরা জানিয়েছেন, এটিকে সহনীয় পর্যায়ে রেখে তার মাঠে ফেরা সম্ভব।
২০১৪ সালে অভিষেকের পর থেকে তাসকিন আহমেদ বাংলাদেশ দলের নিয়মিত একজন সদস্য। গত কয়েক বছরে তার দারুণ ফর্ম বাংলাদেশকে বহু সাফল্য এনে দিয়েছে।
৩০ বছর বয়সী এই পেসার বাংলাদেশের হয়ে ওয়ানডে ফরম্যাটে ৭৯ ম্যাচ খেলে ১১১ উইকেট নিয়েছেন। এছাড়া ৭৩ টি-টোয়েন্টিতে তিনি শিকার করেছেন ৮২ উইকেট। টেস্টে শেষ কিছু দিনে ছিলেন দারুণ ছন্দে। লাল বলে উইন্ডিজের বিপক্ষে সব শেষ সিরিজে ১১ উইকেট নিয়ে হয়েছিলেন সিরিজ-সেরা। সব মিলিয়ে ১৭ ম্যাচে ৪৯ উইকেট নিয়েছেন তাসকিন।
আপনার মতামত লিখুন :